BREAKING NEWS

১৯ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ৩ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার পুজোয় গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন পর্যটনমন্ত্রী, টিজার প্রকাশ্যে আসতেই প্রশংসার বন্যা

Published by: Tiyasha Sarkar |    Posted: October 18, 2020 8:48 pm|    Updated: October 18, 2020 10:11 pm

Minister Gautam Deb made his debut as a singer | Sangbad Pratidin

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কন্ঠে গান, কবিতা আবৃত্তি শোনা গিয়েছে একাধিকবার। এবার সে পথে হেঁটে নিজের পূর্ণাঙ্গ গানের অ্যালবাম প্রকাশ করতে চলেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব (Gautam Deb)। রবিবার শিলিগুড়িতে পর্যটনদপ্তরের কার্যালয় মৈনাক টুরিস্ট লজে সেই অ্যালবামেরই টিজার মুক্তি পেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য-সহ অন্যান্য অতিথিরা।

গানের অ্যালবাম তৈরির ভাবনা প্রসঙ্গে গৌতমবাবু বলেন, “আমি পেশাদার গায়ক নই। ভাললাগা থেকেই গান গাওয়া। কিছুটা তালিম নিয়েছি, সেখানে থেকেই ইচ্ছে ছিল একটি গানের অ্যালবাম তৈরি করার। অবশেষে অনেকের সহযোগিতায় তা প্রকাশ করতে পারব ভেবে ভাল লাগছে।” এক্ষেত্রে রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড বাঁচিয়ে সময় বার করে গান গাওয়ার পরিকল্পনায় তাঁর অনুপ্রেরণা যে মুখ্যমন্ত্রী নিজেই তা জানাতে ভোলেননি।

[আরও পড়ুন: করোনা কালেও ছেদ পরেনি পরম্পরায়, রীতি মেনেই দুর্গাপুজোর প্রস্তুতি চলছে বাদুড়িয়ার বসু পরিবারে]

জানা গিয়েছে, পর্যটনমন্ত্রীর অ্যালবামে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছেন অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়। আগামী বছর পয়লা জানুয়ারি পুরো অ্যালবামটি মুক্তি পাবে। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারায় অ্যালবামের শ্যুটিং করেছেন গৌতম দেব। মন্ত্রী জানিয়েছেন, গানের অ্যালবামের এডিটিংয়ের কাজ শুরু হয়েছে। অ্যালবামের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জানা গিয়েছে, গৌতম দেব কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের শিক্ষক অনিন্দ্য মজুমদারের কাছে গান শেখা শুরু করেন। তারপরই পূর্ণাঙ্গ অ্যালবাম তৈরি ভাবনা মাথায় আসে। অবশেষে যা সাফল্যের মুখ দেখতে চলেছে।

[আরও পড়ুন: করোনা আক্রান্ত ‘কুমারী’, মালদহ রামকৃষ্ণ মিশনের ঐতিহ্যবাহী পুজো নিয়ে অনিশ্চয়তা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে