Advertisement
Advertisement

Breaking News

মিষ্টি

‘সন্দেশ কিনলে দিল্লি ফ্রি’! নির্বাচনী মরশুমে চমক কোচবিহারের মিষ্টি বিক্রেতার

সন্দেশের রূপেই মুগ্ধ ক্রেতারা, বিকোচ্ছে দেদার৷

Special sweet has been made in Cooch Behar regarding election
Published by: Sucheta Sengupta
  • Posted:April 19, 2019 8:53 pm
  • Updated:April 19, 2019 9:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  এবার দিল্লি কার দখলে? আরে না না৷ সবসময়ে রাজনীতির কঠিন কঠিন সমীকরণ ভাবতে যাবেন না৷ এই প্রশ্নের উত্তর খুব সোজা৷ যিনি কিনবেন, দিল্লি তাঁরই দখলে৷ উত্তর শুনে ঘাবড়ে যাচ্ছেন? তাহলে একটু খুলেই বলা যাক৷

১১ এপ্রিল সবে ভোট শেষ হয়েছে কোচবিহারে৷ এবার দিন গোনার পালা৷ ফল বেরোবে সেই ২৩ মে অর্থাৎ একমাসেরও বেশি সময় পর৷ এতদিন ধরে ভোট ভোট উত্তেজনাটা জিইয়ে রাখতে হবে তো৷ তাই কোচবিহারের এক মিষ্টি বিক্রেতা বানিয়ে ফেললেন এমন এক সন্দেশ, যাতে ভোট ভোট আবহটা থাকে৷ গোল একটা সন্দেশ, তাতে লেখা – এবার দিল্লি কার দখলে? যিনি বানিয়েছেন, তাঁর নাম বিশ্বদীপ বণিক৷ কোচবিহার শহরে এই মিষ্টি আসার পর থেকেই দেদার বিকোচ্ছে৷ মিষ্টি বিক্রেতা জানাচ্ছেন, ‘এই মিষ্টি ক্রেতাদের হাতে তুলে দিয়ে আসলে বলতে চাইছিলাম, দিল্লির দখল আসলে আমাদেরই৷ এই মিষ্টি যিনি কিনছেন, তাঁরই হয়ে যাবে দিল্লি৷’

Advertisement

আরও পড়ুন :  ‘কোরান-গীতা-বাইবেল পড়েছি, ভেদাভেদ মানি না’, ধর্মনিরপেক্ষতা নিয়ে বার্তা নুসরতের]

দেশজুড়ে নির্বাচন ঘোষণার পর থেকেই নানা মহলে উত্তেজনা৷ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক এঁকে তৈরি হয়েছে মিষ্টি৷ বিজেপির পদ্মফুল কিংবা তৃণমূলের ঘাসফুল ফুটে উঠেছে সন্দেশে৷ সোদপুরের শিবানী সুইটস ক্ষীরের এই মিষ্টি বানিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছিল৷ সেখানেও মিষ্টির লড়াই জমে উঠেছিল বেশ৷ যে যাঁর রাজনৈতিক পছন্দ অনুযায়ী সেখান থেকে কিনে নিচ্ছিলেন রাজনৈতিক দলের প্রতীক সম্বলিত সন্দেশ৷ এই সুযোগে মিষ্টি বিক্রেতাদের এই ভরা বৈশাখেও যাকে বলে ‘পৌষমাস’৷

Advertisement

আরও পড়ুন : পাওনা টাকা চাইতে গিয়ে খুন লটারি বিক্রেতা! ধুন্ধুমার কাটোয়ায়]

এবার সেসবকে টেক্কা দিয়ে মিষ্টির বাজারে নিঃসন্দেহে একধাপ এগিয়ে গেল কোচবিহারের তৈরি সন্দেশ৷ মিষ্টির গায়ে লেখা ‘এবার দিল্লি কার দখলে?’ – এই কথাটাই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে৷ আপাতত ভোটের ফলপ্রকাশের আগে পর্যন্ত এই মিষ্টিতেই জিইয়ে থাকবে নির্বাচনী আবহ৷ এমন মিষ্টি হাতে পেয়ে তো আহ্লাদে আটখানা কোচবিহারবাসী৷ অনেকেই বলছেন, ‘সত্যিকারের দিল্লি দখল তো আমাদের কম্মো নয়, এভাবেই দিল্লি দখলের স্বাদ মেটাই৷’ স্বাদই বটে, আসল দিল্লির মতো টক-ঝাল নয়, এ একেবার মিষ্টি স্বাদ৷   

ছবি: দেবাশিস বিশ্বাস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ