Advertisement
Advertisement

Breaking News

মিতা চক্রবর্তী, ব্যাগ

প্রচারে দলের প্রতীক আঁকা ব্যাগ বিলি, বিতর্কে কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তী

কালীঘাটে প্রচার করার সময়ে তিনি ব্যাগ বিলি করেন বলে অভিযোগ।

Distrbution Of bag by Congress sparks row in Kolkata
Published by: Tanumoy Ghosal
  • Posted:April 19, 2019 5:21 pm
  • Updated:April 19, 2019 5:52 pm

রাহুল চক্রবর্তী: রাজ্যে যখন লোকসভা ভোট চলছে, তখন শহরে খোদ মুখ্যমন্ত্রীর বাড়ি কাছেই দলের প্রতীক আঁকা ব্যাগ বিলি করে বিতর্কে জড়ালেন কলকাতা দক্ষিণের কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। কংগ্রেস প্রার্থীর সাফাই, পরিবেশ সচেতনতার বার্তা দিতেই ব্যাগ বিলি করেছেন তিনি। ব্যাগে তাঁর ছবি-নাম কিংবা প্রচারমূলক কিছু লেখা ছিল না, স্রেফ কংগ্রেসের প্রতীক আঁকা ছিল। যদিও লোকসভা ভোটের মুখে এই ব্যাগকে উপহার হিসেবেই দেখছেন অনেকেই।

[ আরও পড়ুন:অনুগামীকে পুলিশি হেনস্তার অভিযোগ, প্রতিবাদে বীজপুর থানায় বিক্ষোভ অর্জুনের]

পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার, চাকরি করেছেন টিসিএস-সহ সুইজারল্যান্ড, ইংল্যান্ডের একাধিক সংস্থায়। এখন নিজেই একটি আইটি কোম্পানি চালান। কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকেন। বছর দেড়েক আগে শশী থারুরের ‘প্রফেশনাল কংগ্রেস’-এ যোগ দেন মিতা চক্রবর্তী। এবার কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তিনিই কংগ্রেসের প্রার্থী। রাজনীতির ময়দানে তেমন পরিচিত মুখ নন। তবে প্রচারে কোনও খামতি রাখছেন না মিতা চক্রবর্তী।

Advertisement

শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই প্রচার করছিলেন কলকাতা দক্ষিণের কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রচার চলাকালীন কাপড়ের ব্যাগ বিলি করেন তিনি। ব্যাগের আবার কংগ্রেসের প্রতীক ‘হাত’ আঁকা ছিল। আর তাতেই বিতর্ক তুঙ্গে। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি, ভোটের আগে ব্যাগ উপহার দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন কলকাতা দক্ষিণের কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তী। যদিও ভোটারদের প্রভাবিত করা বা উপহার দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মিতাদেবী।  

Advertisement

[আরও পড়ুন: দিনভর মুখ ভার আকাশের, শুক্রবার বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা শহরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ