Advertisement
Advertisement

Breaking News

‘সিপিএমের সঙ্গে ঘর করে তৃণমূলের সাহায্য আশা করবেন না’, কংগ্রেসকে হুঁশিয়ারি মমতার

বিজেপি বিরোধী মহাজোট নিয়ে প্রশ্ন!

TMC Supremo Mamata Banerjee warns Congress over nexus with CPM | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 16, 2023 4:01 pm
  • Updated:June 16, 2023 4:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বিজেপি বিরোধী মহাজোট নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। কাকদ্বীপে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলে দিলেন, “কংগ্রেস যেন বাংলায় সিপিএমের কোলে ঘর করে তৃণমূলের সাহায্য প্রত্যাশা না করে।”

বাংলায় সিপিএম-কংগ্রেস এবং বিজেপি আঁতাঁত করে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, এই অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপের সভা থেকেও সেই একই সুরে বাম-কংগ্রেস এবং গেরুয়া শিবিরকে বিঁধলেন মমতা। তৃণমূল নেত্রীকে বলতে শোনা গেল, “সিপিএমের কোলে কংগ্রেস দোলে, কংগ্রেসের কোলে বিজেপি দোলে। বিজেপির দোসর সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। চারটি দল মিলে তৃণমূলের পিছনে পড়ে আছে।”

Advertisement

[আরও পড়ুন: ভোটের আগেই জয়! রঘুনাথগঞ্জের ২ টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে]

তবে এদিন সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তাটি সম্ভবত কংগ্রেসকেই দিয়েছেন তৃণমূল নেত্রী। কাকদ্বীপের সভা থেকে মমতা সাফ বলে দিয়েছেন, “কংগ্রেস বাংলায় সিপিএমের সঙ্গে জোট বেঁধে আবার সংসদে আমাদের সাহায্য চায়। বিজেপি বিরোধিতার জন্য আমরা দিল্লিতে তাও সাহায্য করব। কিন্তু বাংলায় সিপিএমের সঙ্গে ঘর করে তৃণমূলের সাহায্য যেন না আশা না করে কংগ্রেস।” বস্তুত, তৃণমূল নেত্রী এদিন স্পষ্ট করে দিলেন, বিজেপি বিরোধিতার স্বার্থে জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে সমঝোতায় তৃণমূলের আপত্তি নেই। কিন্তু রাজ্যে কংগ্রেস যদি সিপিএমের সঙ্গে চলার সিদ্ধান্ত নেয়, তাহলে কোনওরকম সমঝোতা বা জোটের রাস্তা পুরোপুরি বন্ধ।

Advertisement

[আরও পড়ুন: স্বস্তি সাক্ষী-বজরংদের, কুস্তিগিরদের বিরুদ্ধে এফআইআর খারিজ করছে দিল্লি পুলিশ]

আগামী ২৩ জুন পাটনায় বিজেপি বিরোধী জোটের সম্মিলিত বৈঠক। তাতে একসঙ্গে উপস্থিত থাকার কথা মমতা এবং কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। সেই মহাগুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের উদ্দেশে মমতার এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। তৃণমূল নেত্রী একপ্রকার বুঝিয়েই দিলেন, কংগ্রেসের সঙ্গে রাজ্যস্তরে কোনও সমঝোতা তিনি করতে চান না। পালটা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও সুর চড়িয়েছেন। তিনি বলছেন,”কংগ্রেস তৃণমূলের ভরসায় চলে না। বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের ভরসায় চলতে হয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ