BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘আপনি বিশ্রাম নিন, এবার গব্বরকে আমিই দেখে নেব’, CAA নিয়ে বিগ বি’কে খোঁচা অনুরাগের

Published by: Sandipta Bhanja |    Posted: December 28, 2019 5:34 pm|    Updated: December 28, 2019 5:35 pm

Anurag Kashyap slams Amitabh Bachchan due to his silence over CAA

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নাগরিকত্ব সংশোধিত আইন (Citizenship Amendment Act) নিয়ে সরগরম বলিউড। এবার চর্চায় অমিতাভ-অনুরাগ তরজা! মোদি সরকারের সমালোচনায় সরব হয়ে পরিচালক অনুরাগ কাশ্যপ ঠুকলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে। বিগ বি’কে একহাত নিয়ে অনুরাগ বললেন, “আপনি বিশ্রাম নিন, এ যুগের গব্বর, দেখে নেব!” পাশাপাশি প্রশ্ন উঠেছে ‘গব্বর’ বলে কাকে সম্বোধন করলেন অনুরাগ?

সিনিয়র বচ্চনকে শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, “আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিন। এবার সামনে গব্বর হোক কিংবা সিংহ অথবা শাকাল, সবাইকে দেখে নেব।” ঘটনার সূত্রপাত আসলে অমিতাভের করা একটি টুইট নিয়ে। দিন কয়েক আগেই বিগ বি একটু টুইটে লিখেছিলেন, “নতুন বছর আসতে বাকি আর মাত্র কয়েক দিন। এত চিন্তা করার কোনও কারণ নেই, ১৯ থেকে খালি ২০ হচ্ছে, এটাই যা।” এই টুইটের প্রেক্ষিতেই অনুরাগ কাশ্যপ পালটা বাক্যবাণ ছোঁড়েন।

[আরও পড়ুন: সম্পত্তি থেকে বঞ্চিত স্ত্রী, বৈবাহিক জীবনে অশান্তির কারণেই আত্মহত্যা অভিনেতা কুশলের?]

রিটুইট করে লেখেন, “এবার আর শুধু ১৯,২০-এর পার্থক্য নেই, এবার তফাতটা আরও বড়। আপনি আপাতত শুধু নিজের শরীর যত্ন নিন। আপনার যা করার ছিল তা আপনি সাতের দশকেই করে নিয়েছেন (অ্যাংরি ইয়ং ম্যান চরিত্রে ভিলেনদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে)। তখন থেকেই আমার ভিতরের বচ্চনকে নিয়ে আমি বয়ে বেড়াচ্ছি। এবার সামনে গব্বর আসুক কিংবা সিংহ, বা শাকাল আমিই দেখে নেব।” ব্যস, অনুরাগের পালটা উত্তরের পর ফের CAA ইস্যু নিয়ে সরগরম ওয়েব দুনিয়া। ‘গব্বর’ বলে কি তাহলে মোদিকে সম্বোধন করলেন অনুরাগ? একথাই বলছেন নেটিজেনরা।

[আরও পড়ুন: অভিনেত্রীর মেয়ের মৃত্যুতে নয়া মোড়, মৌসুমির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন জামাই ডিকি]

প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে গোটা দেশ উত্তাল হলেও নিরব থেকেছেন বলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের একাংশ। অক্ষয় কুমার, শাহরুখ খান, আমির খান, রণবীর সিংদের তালিকায় অমিতাভ বচ্চনেরও নাম ছিল। প্রতিবাদে সরব হওয়া তো দূরের কথা, একটা কথা অবধি তাঁদের মুখ থেকে বেরোয়নি CAA ইস্যু নিয়ে। আম জনতাও তাঁদের রেয়াত করেননি। নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে একের পর এক তারকার নীরব থাকার বিরোধীতায় জোর সমালোচনা করেছেন। দিল্লির জামিয়া কাণ্ডে শিক্ষার্থীদের উপর হওয়া আক্রমণ নিয়েও কোনওরকম প্রতিবাদ করেননি অমিতাভ। আর ঠিক এই বিষয়েই অমিতাভ বচ্চনকে কটাক্ষ করলেন অনুরাগ কাশ্যপ।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে