Advertisement
Advertisement

Breaking News

Babil Khan

বাপ কা বেটা! জলকষ্ট মেটাতে ৫০ হাজার টাকা দান ইরফানপুত্র বাবিলের, ভাইরাল ভিডিও

ইউটিউবার প্রেম কুমারকে এই টাকা দিয়েছে বাবিল।

Babil Khan donates Rs 50,000 to YouTuber to solve water crisis
Published by: Suparna Majumder
  • Posted:April 30, 2024 2:51 pm
  • Updated:April 30, 2024 2:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনায় মোড়া ছিল ইরফান খানের (Irrfan Khan) মন। এমনই বলেন কাছের তাঁর মানুষজন ও অনুরাগীরা। ছেলে বাবিলও যেন বাবার মতোই। তীব্র দাবদাহে নানা জায়গায় জলকষ্ট। এই মুশকিল আসান করার কাজ করছেন ইউটিউবার প্রেম কুমার। তাঁকে ৫০ হাজার টাকা দান করলেন ইরফানপুত্র।

Irrfan Khans son Babil Khan drops out of college | Sangbad Pratidin

Advertisement

‘ইওর নিক ভাইরাল’ নামের ইনস্টাগ্রাম পেজ রয়েছে প্রেমের। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে, তাঁকে মোবাইলের মাধ্যমে টাকা ট্রান্সফার করছেন বাবিল (Babil Khan)। আর সেই সঙ্গে বলছেন, “আমার নাম লেখার দরকার নেই, তুই ভালো কাজ করছিস।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বাবিলের এই ভিডিওয় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই ইরফান পুত্রের এই কাজের প্রশংসা করেছেন। তবে কেউ কেউ আবার প্রশ্ন করছেন, নাম যদি নাই লেখাতে হয় তাহলে ক্যামেরার সামনে টাকা কেন দেওয়া হচ্ছে? যদিও ভিডিওর কমেন্টবক্সে প্রেম বাবিলকে প্রশংসায় ভরিয়ে দেন। এর জন্য ধন্যবাদ দেওয়ার ভাষা তাঁর কাছে নেই বলেও জানান।

Youtuber post

[আরও পড়ুন: ‘দিদি নম্বর ১’ থেকে শাড়ির ব্যবসা, কত কোটির সম্পত্তি? হলফনামা দিলেন রচনা ]

উল্লেখ্য, সোমবার ইরফান খানের মৃত্যুবার্ষিকী ছিল। নিউরো এন্ডোক্রিন টিউমারে আক্রান্ত ছিলেন তারকা। বিদেশে বেশ কিছুদিন ধরে চিকিৎসা হয়। দেশে ফিরে আসার পর শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার শুটিং শেষ করেন। এরই মাঝে শোনা যায় হাসপাতালে ভর্তি ইরফান। কোলন ইনফেকশনই কাল হল। ২০২০ সালের ২৯ এপ্রিল মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Babil (@babil.i.k)

গত সপ্তাহে বাবার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে বাবিল লেখেন, “তুমি আমাকে যোদ্ধা হতে শিখিয়েছো, তবে ভালোবাসা ও উদারতার জোরে। আশা দিয়েছো, আবার মানুষের জন্য লড়াই করার শক্তিও জুগিয়েছো। তোমার ফ্যান নেই, যা আছে তা পরিবার। আমি প্রতিজ্ঞা করছি বাবা, যতদিন না তুমি আমাকে তোমার কাছে ডেকে নিচ্ছ, ততদিন আমি আমাদের এই কাছের মানুষগুলোর জন্য আর পরিবারের জন্য লড়াই করে যাব। হাল ছাড়ব না। তোমায় খুব ভালোবাসি।”

[আরও পড়ুন: আত্মহত্যা অভিনেত্রীর! WhatsApp স্ট্যাটাস ঘিরে দানা বাঁধছে রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ