Advertisement
Advertisement

Breaking News

প্রয়াত ‘দৃশ্যম’-এর পরিচালক নিশিকান্ত কামাত, শোকস্তব্ধ বলিউড

তাঁর মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন রীতেশ দেশমুখ, অজয় দেবগনরা।

'Drishyam' Director Nishikant Kamat passes away at Hyderabad
Published by: Suparna Majumder
  • Posted:August 17, 2020 5:11 pm
  • Updated:August 17, 2020 10:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বলিউডে মৃত্যুশোক। এবার মৃত্যু হল ‘দৃশ্যম’ খ্যাত পরিচালক নিশিকান্ত কামাতের। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভরতি ছিলেন তিনি। সোমবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন টুইট করে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা রীতেশ দেশমুখ, অজয় দেবগন।

 

Advertisement

[আরও পড়ুন: চুরাশির শিখ দাঙ্গায় দেশ ছাড়তে বলা হয়েছিল! ভাবলে এখনও শিউরে ওঠেন অঙ্গদ বেদি]

জানা গিয়েছে, অতীতে লিভার সিরোসিসের সমস্যায় ভুগেছিলেন তিনি। ফের সেই সমস্যাই নাকি নতুন করে চাগাড় দিয়ে উঠেছিল। ‘দৃশ্যম’ ছাড়াও ‘মাদারি’, ‘মুম্বই মেরি জান’-সহ বেশ কিছু হিট হিন্দি ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই পরিচালক। তবে, ২০১৫ সালে মুক্তি পাওয়া অজয় দেবগণ ও টাবুর ‘দৃশ্যম’ তাঁর কাজ দর্শকদের মন ছুঁয়ে যায়।  বলিউডে জনপ্রিয়তা পান নিশিকান্ত কামাত। ছোটখাটো ভূমিকায় তাঁকে দেখা গিয়েছে ‘রকি হ্যান্ডসাম’, ‘ভবেশ জোশী সুপারহিরো’-সহ বেশ কয়েকটি হিন্দি ছবিতেও। ‘ড্যাডি’ ছবিতে নিশিকান্ত কামাত অভিনয় করেছিলেন পুলিশ অফিসারের ভূমিকায়। শুধুই হিন্দি ছবির জগতে পরিচালনা নয়, একাধিক মারাঠি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। 

[আরও পড়ুন: ভারত কম নিরাপদ? তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করে তীব্র কটাক্ষের শিকার আমির খান]

মারাঠা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিশিকান্ত বেশি নাম পেয়েছিলেন পরিচালক হিসেবে। ২০০৫ সালে ‘ডোম্বিভালি ফাস্ট’ ছবি দিয়ে মারাঠি সিনেমার জগতে পরিচালক হিসেবে অভিষেক ঘটে। যে ছবি বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছিল। পরের বছরই সেরা মারাঠা ফিচার ছবি হিসেবে সেটিকে বেছে নেওয়া হলে জাতীয় পুরস্কার ওঠে তাঁর হাতে। মৃত্যুর আগে ‘দরবদর’ ছবি তৈরিতে মন দিয়েছিলেন নিশিকান্ত। সব ঠিকঠাক থাকলে ২০২২ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হল না।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ