Advertisement
Advertisement

Breaking News

Oppenheimer

আগাম বুকিংয়ে চমক, ভারতে প্রায় ২৫০০ টাকায় বিক্রি হল ‘ওপেনহাইমার’ ছবির টিকিট!

মাঝরাতের শোয়েরই নাকি চাহিদা সবচেয়ে বেশি।

'Oppenheimer' movie ticket reportedly sold at Rs 2,450 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 18, 2023 5:25 pm
  • Updated:July 22, 2023 5:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জে রবার্ট ওপেনহাইমার (J. Robert Oppenheimer)। এমন এক মানুষ যাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই। অথচ সবকিছু মিলিয়েই তিনি একজন ট্র্যাজিক চরিত্র। এমন চরিত্রকে নিয়েই ছবি তৈরি করেছেন ক্রিস্টোফার নোলান। সেই পরিচালক যিনি কিনা ‘ইন্টারস্টেলার’, ‘ইনসেপশন’, ‘ডানকার্ক’-এর মতো সিনেমা তৈরি করেছেন। এমন ছবির জন্য অধীর আগ্রয়ে অপেক্ষা করে রয়েছেন ভারতের সিনে অনুরাগীরা। তাই তো প্রায় আড়াই হাজার টাকাতেও কিনে নিচ্ছেন টিকিট।

Oppenheimer-Ticket-2

Advertisement

শোনা যাচ্ছে, ২,৪৫০ টাকায় নোলানের ‘ওপেনহাইমার’ সিনেমার টিকিট কিনে নিয়েছেন দর্শকরা। তাও আবার অগ্রিম বুকিংয়ে। দেশের একাধিক রাজ্যে প্রায় ৯০,০০০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কেউ কেউ আবার বলছেন, এই সংখ্যাটা ২ লক্ষেরও বেশি। সূত্রের খবর মানলে, হলিউড সিনেমার টিকিটের চাহিদা মুম্বইয়ে সবচেয়ে বেশি। সেখানে নাকি মাঝরাতের শোয়ের টিকিটও সব বিক্রি হয়ে গিয়েছে।

Advertisement

Oppenheimer-Ticket

[আরও পড়ুন: মাত্র ১৭ বছর বয়সে মা হয়েছিলাম! ভয়ের কথা ফাঁস করলেন রানি মুখোপাধ্যায়]

“এখন আমি মৃত্যুর কারণ হতে পারি, বিশ্বকে ধ্বংস করে দিতে পারি”, ভাগবত গীতা থেকে অনুপ্রাণিত হয়ে নাকি একথাই বলেছিলেন ‘পরমাণু বোমার জনক’ ওপেনহাইমার। আমেরিকাকে পরমাণু বোমা উপহার দিয়েও তিনি পেয়েছিলেন দেশদ্রোহীর তকমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে জন্ম নেওয়া বহু বিষণ্ণ আখ্যানের মতোই সেও এক করুণ ইতিহাস। সেই ইতিহাস সিনেমার পর্দায় তুলে ধরেছেন নোলান।

Oppenheimer-Ticket-3

নোলানের পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন কিলিয়ান মারফি। ক্যাথরিন ওপেনহাইমারের চরিত্রে রয়েছেন এমিলি ব্লান্ট। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, ফ্লোরেন্স পাফ, যশ হার্নেট, রামি মালিকের মতো তারকারা।

 

[আরও পড়ুন: OMG! ‘বিগ বস OTT ২’ শোয়ের সঞ্চালনা ছেড়ে দিচ্ছেন সলমন খান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ