BREAKING NEWS

১৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৩০ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার বাঙালি পরিচালকের ছবিতে পরিণীতি, কার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

Published by: Sandipta Bhanja |    Posted: May 20, 2019 5:24 pm|    Updated: May 20, 2019 5:24 pm

Parineeti Chopra to act in Bengali director Ribhu Dasgupta's next

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শেষ ‘কেশরি’তে দেখা গিয়েছে পরিণীতি চোপড়াকে। অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর চরিত্র সিনে-সমালোচকদের খুব একটা মনে না-ধরলেও, অনেকেই মনে করছেন ছোট্ট চরিত্রে নজর কেড়েছেন পরিণীতি। বছর খানেকের বলিউড কেরিয়ারে পরিণীতির ছবির সংখ্যা হাতে গোনা হলেও বর্তমানে তাঁর হাতে রয়েছে তিন তিনটে ছবি। এর মাঝেই শোনা গেল, বাঙালি পরিচালকের ছবিতে কাজ করছেন পরিণীতি। নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

[আরও পড়ুন:  আসছে ‘লাইফ ইন আ মেট্রো’-র সিক্যুয়েল, ছবির নাম জানেন?]

পরিচালক বিরসা দাশগুপ্তের ভাই রিভু। তাঁর ছবিতেই দেখা যেতে পারে চোপড়া সিস্টর্স-এর ছোটজনকে। মুম্বইতে অবশ্য রিভু দাশগুপ্ত ‘তিন’-এর পরিচালক বলেই খ্যাত। ইতিমধ্যেই অমিতাভ বচ্চন, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং বিদ্যা বালানের মতো অভিনেতাদের নিয়ে কাজ করে ফেলেছেন। ২০১৬ সালে রিভু পরিচালিত ‘তিন’ বেশ মনে গেঁথে গিয়েছিল সিনেপ্রেমীদের। এবার তিন বছর পর ফের ছবির কাজে হাত দিতে চলেছেন এই বাঙালি পরিচালক।

হলিউডের জনপ্রিয় ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর অফিশিয়াল হিন্দি রিমেক করছেন পরিচালক রিভু দাশগুপ্ত। আর এই ছবির মুখ্য চরিত্রেই দেখা যাবে পরিণীতি চোপড়াকে। মূল ছবিতে অবশ্য মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল এমিলি ব্লান্টকে। এবার হিন্দি ভার্সানে এমিলির চরিত্রটিতেই অভিনয় করবেন পরিণীতি। ডিভোর্সি, জীবনের প্রতি নির্বিকার এক মহিলা। মদ্যপ, বিভিন্ন নেশায় আসক্ত। অবশেষে এক অপরাধমূলক কাজের অনুসন্ধানের সঙ্গে জড়িয়ে পড়েন… একরম এক চরিত্রেই দেখা যাবে পরিণীতিকে। পওলা হকিন্সের ২০১৬ সালের বিখ্যাত উপন্যাস থেকে তৈরি হয়েছিল হলিউডি থ্রিলার ড্রামা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। বক্স অফিসের পাশাপাশি জিতে নিয়েছিল একাধিক পুরস্কারও। দেখা যাক, এবার রিভু পরিচালিত বলিউডি ভার্সানে পরিণীতি অভিনীত থ্রিলার ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ কতটা সফল হয়।

[আরও পড়ুন:  ‘লক্ষ্মী বম্ব’ পরিচালনা করবেন না রাঘব লরেন্স! অনিশ্চিত ছবির ভবিষ্যৎ]

সব ঠিক থাকলে ২০২০ সালে মুক্তি পাবে এই ছবি। প্রযোজনা করছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। ভাইয়ের নতুন ছবি নিয়ে দাদা বিরসা যারপরনাই উচ্ছ্বসিত। “ভাই বিলবো নতুন ছবির কাজে হাত দিচ্ছে। আমরা ‘দাশগুপ্ত ভাই’রা, মানে আমি আর রিভু যে যার মতো করে দুই ইন্ডাস্ট্রিতে নিজেদের সেরাটা দিয়ে ছবি তৈরি করার চেষ্টা করছি। ছবি তৈরির পারিবারিক ঐতিহ্য বজায় রাখতে পেরে আমরা খুশি।”

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে