সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সকাল থেকেই গোটা দুনিয়ার নজর ছিল অযোধ্যার দিকে। রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে গোটা দেশবাসীর চোখে আনন্দাশ্রু। রামবন্দনা কাশ্মীর থেকে কন্যাকুমারী। স্বাভাবিকভাবেই এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্বাস ফেলার সময় নেই। হাজার ব্যস্ততার মাঝেও রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে অযোধ্যায় আসা নিমন্ত্রিতদের সঙ্গে সাক্ষাতও সারেন মোদি। তবে সব অতিথিদের ভিড়ে বলিউডের শহেনশাহ অমিতাভের প্রতি যেন বিশেষ নজর দিয়েছিলেন মোদি। তাই তো সৌজন্য সাক্ষাতের সময়, অমিতাভকে ইশারায় মোদির প্রশ্ন ‘হাত ঠিক আছে তো?’
কয়েকদিন আগেই নিজের ব্লগে হাতের অস্ত্রোপচারের কথা লিখেছিলেন অমিতাভ। তবে ঠিক কী হয়েছিল, তা স্পষ্ট করেননি তিনি। এমনকী, ভাইরাল হয়েছিল হাতে ব্যান্ডেজ লাগানো অমিতাভের ছবিও। এক সিনেমার শুটিংয়ে অক্ষয়কে হাতের চোটের কথা বলেছিলেন অমিতাভ। সেই কথাগুলোই নিজের ব্লগে উল্লেখ করেছিলেন বিগ বি। সেই অস্ত্রোপচারের কথা মাথায় রেখেই বিগ বির কুশল সংবাদ নিলেন মোদি। সোমবার রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে ছেলে অভিষেক বচ্চনকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন অমিতাভ।
#WATCH | PM Narendra Modi greets Actor Amitabh Bachchan present at the Shri Ram Janmabhoomi Temple in Ayodhya #RamMandirPranPrathistha pic.twitter.com/72E2M0FcCD
— ANI (@ANI) January 22, 2024
প্রসঙ্গত, মন্দিরে উপাচার শেষে মঞ্চে বক্তব্য রাখেন মন্দিরের মহারাজ, মহন্তরা। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাঁর সংযমের প্রশংসা করেন রামমন্দিরের মহারাজ গোবিন্দ দেব গিরি। বলেন, “দিন ২০ আগে প্রধানমন্ত্রী আমার কাছে জানতে চান, প্রাণপ্রতিষ্ঠার আগে নিজেকে শুদ্ধ করতে কী কী করতে হবে? আমি অবাক হয়েছিলাম।” সেই সময় মহারাজ জানিয়েছিলেন, তিনদিন উপবাস করতে হবে। মাটিতে ঘুমোতেও বলেছিলেন। প্রধানমন্ত্রী কার্যত আরও একধাপ এগিয়ে টানা ১১ দিন সংযম পালন করেন। মহারাজ জানিয়েছেন, কনকনে ঠান্ডায় ১১ দিন মাটিতে ঘুমিয়েছেন। খাওয়াদাওয়া করেছেন একবেলা।
সেই সময় প্রধানমন্ত্রীকে বিদেশ ভ্রমণে নিষেধ করেছিলেন মহারাজ। সেই কথা মেনে সংযম পালনের সময় বিদেশযাত্রা করেননি নমো। বরং দেশের একের পর এক রামতীর্থ ছুঁয়ে আসেন। এর মধ্যে যেমন ছিল নাসিকের বনবাস, তামিলনাড়ুর ধনুষ্কোডির অরিকল মুনাই-সহ দক্ষিণ ভারতের একাধিক রামমন্দির। যা দেখে তিনি অভিভূত বলে জানিয়েছেন গোবিন্দ দেব গিরি। তাঁর কথায়, “এখন তো যার যা ইচ্ছে করে। কিন্ত সেই কাজ করার আগে নিজেকে শুদ্ধ করার কথা ভাবেন না। কিন্তু প্রধানমন্ত্রী রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে নিজেকে শুদ্ধ করেছেন। যা সত্যি অভাবনীয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.