সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দা থেকে দূরে থাকলেও, ওয়েব সিরিজে পা রেখেছেন এক সময়ের বলিউড সুন্দরী রবীনা ট্য়ান্ডন। মাঝে মধ্য়েইস নানা সংবাদমাধ্য়মে সাক্ষাৎকারে সেই পুরনো যুগের গল্প তুলে ধরেন অভিনেত্রী। আর তা করতে গিয়েই রবিনার মুখে শোনা যায় কিছু বিস্ফোরক তথ্য। এমনই এক তথ্য সম্প্রতি ফাঁস করলেন রবিনা।
সাক্ষাৎকারে রবিনা তুলে ধরলেন ‘মোহরা’ সিনেমার শুটিংয়ের কথা। রবিনার কথায়, ”একটা চুমুর দৃশ্যের শুটিং চলছিল। নায়কের ঠোঁটে ঠোঁট রাখতেই গা গুলিয়ে ওঠে। ক্য়ামেরা বন্ধ হতেই বাথরুমে যাই, বমি চলে আসে। সে দিনের অভিজ্ঞতা আজও ভুলতে পারিনি।”
‘মোহরা’ ছবিতে রবিনার বিপরীতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। তাহলে কি অক্ষয়ের সম্পর্কেই এমন বললেন রবিনা? রবিনা কিন্তু এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন।
সে এক দশক ছিল। একের পর এক ছবিতে হইচই ফেলে দিয়েছিল লাস্যময়ী রবিনা ট্যান্ডন ও হ্য়ান্ডসাম অক্ষয় কুমারের জুটি। মনে করে দেখুন, মোহরা ছবির সেই ‘টিপ টিপ বরষা পানি’ গানে সেই আগুন জ্বালানো রসায়ন। যদি সেই রসায়নই আবার বলিউডের পর্দায় ধরা দেয়, তাহলে?
বলিউড সূত্র বলছে, এমনটাই ঘটতে চলেছে। শোনা যাচ্ছে, ‘ওয়েলকাম থ্রি’ ছবিতে নাকি দেখা যেতে পারে অক্ষয় ও রবিনাকে। তবে এই তারকার কাছ থেকে এই খবর নিয়ে তেমন কোনও মন্তব্য পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.