BREAKING NEWS

১১ চৈত্র  ১৪২৯  রবিবার ২৬ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

দলিত ছাত্রীকে গণধর্ষণের পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট, ধৃত ৫ সহপাঠী

Published by: Soumya Mukherjee |    Posted: July 4, 2019 7:27 pm|    Updated: July 4, 2019 7:27 pm

5 Karnataka Students Arrested For Allegedly Raping Teen, Making Video

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ বছরের এক যুবতীকে গণধর্ষণের পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল পাঁচ সহপাঠী। ভিডিওটি ভাইরাল হতেই গ্রেপ্তার করা হল তাঁদের। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার একটি প্রাইভেট কলেজে। ধৃতদের প্রত্যেকের বয়স ১৯ বছর বলে জানা গিয়েছে। এই বিষয়টির কথা জানাজানি হতেই তাদের কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।

[আরও পড়ুন- ভক্তের দান, রথযাত্রায় ২০ লক্ষ টাকার ফুলে সাজল পুরীর মন্দির]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দলিত সম্প্রদায়ের ওই যুবতী অভিযুক্তদের সঙ্গে একই কলেজে পড়াশোনা করত। এবং তাদের মধ্যে একজনের সঙ্গে পরিচয়ও ছিল তার। গত মার্চের প্রথম সপ্তাহে চারটি ছেলে জোর করে একটি গাড়িতে তুলে জঙ্গলের দিকে নিয়ে যায় মেয়েটিকে। তারপর মাদক খাইয়ে তাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, ধর্ষণের সময় পুরো ঘটনাটি ক্যামেরাবন্দিও করে রাখে। এই ঘটনার কথা কাউকে বললে ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেওয়ার ভয় দেখানো হয় যুবতীটিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনটি ছেলে মেয়েটিকে ধর্ষণ করে। আর উলটোদিক দাঁড়িয়ে আরেকটি ছেলে সম্পূর্ণ ঘটনাটির ভিডিও তোলে। ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর, সোশ্যাল মিডিয়ার মনিটরিং সেল থেকে সম্পূর্ণ বিষয়টি নজরে আসে পুলিশের। এরপর এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করার পাশাপাশি তদন্তের জন্য দুটি দল তৈরি করে তারা। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর গত বুধবার অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। ওই চারজনের সঙ্গে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তাকেও গ্রেপ্তার করা হয়।

[আরও পড়ুন- সংসদে মহুয়ার বক্তব্যের অপব্যখ্যা, সংবাদমাধ্যমের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস খারিজ]

এপ্রসঙ্গে স্থানীয় পুলিশ সুপার বি এম লক্ষ্মী প্রসাদ জানান, সবাইকে এই ভিডিওটি শেয়ার করতে বারণ করা হয়েছে। তারপরও যদি কেউ এটি শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে