Advertisement
Advertisement

Breaking News

গাড়িবোমা

উপত্যকায় ফের গাড়িবোমা বিস্ফোরণ, বড়সড় নাশকতা এড়াল সিআরপিএফ কনভয়

এই ঘটনা উসকে দিয়েছে পুলওয়ামা কাণ্ডের স্মৃতি৷

A blast has occurred in a car in Jammu-Kashmir's Banihal
Published by: Sayani Sen
  • Posted:March 30, 2019 12:44 pm
  • Updated:March 30, 2019 12:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলার পর মাত্র দেড় মাস কেটেছে৷ তার মধ্যেই আবারও উপত্যকায় বড়সড় বিস্ফোরণ৷ জওহর টানেলের কাছে বানিহালে গাড়িবোমা বিস্ফোরণ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে সিআরপিএফ জওয়ানদের একটি গাড়ি৷ রহস্যজনক এই গাড়িবোমা বিস্ফোরণে কতজন জখম হয়েছেন তা এখনও জানা যায়নি৷

[ আরও পড়ুন: ইউপিএ জমানায় ১১ বার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, দাবি কেসিআরের]

শনিবার সকালে জম্মুর জওহর টানেলের কাছে বানিহাল হাইওয়ে দিয়ে একটি সিআরপিএফ কনভয় যাচ্ছিল৷ জম্মু-কাশ্মীর হাইওয়েতে আচমকাই সেই সময় প্রচণ্ড শব্দে গাড়িবোমা বিস্ফোরণ ঘটে৷ এই বিস্ফোরণে সিআরপিএফের একটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে এই ঘটনায় আদৌ কেউ জখম হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি৷ রহস্যজনক গাড়িবোমা বিস্ফোরণের ঘটনাই বা কীভাবে ঘটল, তা স্পষ্ট নয়৷ এদিনের বিস্ফোরণের নেপথ্যে কার যোগসাজশ আছে, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি৷

Advertisement

[ আরও পড়ুন: শতাব্দী এক্সপ্রেসে চায়ের কাপে ‘ম্যায় ভি চৌকিদার’, বিতর্কে বিজেপি]

এই ঘটনা উসকে দিয়েছে পুলওয়ামা কাণ্ডের স্মৃতি৷ গত ১৪ ফেব্রুয়ারি রক্তাক্ত হয় পুলওয়ামা৷ বিপুল পরিমাণ বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সিআরপিএফের কনভয়ে ঢুকে পড়ে৷ আচমকা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় অন্তত চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ানের দেহ৷ এই ঘটনার দায় স্বীকার করে নেয় জইশ-ই-মহম্মদ৷ পাক জঙ্গির এহেন আক্রমণের পর থেকে ক্ষোভে ফুঁসছিল ভারত৷ পালটা জবাব হিসাবে পাকিস্তানে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ মিরাজ ২০০০-এর আঘাতে গুঁড়িয়ে যায় বালাকোটের বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি৷ প্রত্যাঘাতেও শিক্ষা নেয়নি পাকিস্তান৷ এর পরেরদিন এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে ভারতে আক্রমণের চেষ্টা করে তারা৷ পালটা জবাব দেয় ভারত৷ মিগ-২১ নিয়ে পাক যুদ্ধবিমানকে ধাওয়া করেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ যদিও আকাশসীমা লঙ্ঘন করায় পাকিস্তানের হাতে বন্দি হন তিনি৷ দু’দেশের মধ্যে তৈরি হওয়া যুদ্ধের আবহে মাথানত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ শান্তির বার্তা দিয়ে অভিনন্দনকে ভারতের হাতে ফিরিয়ে দেন তিনি৷ তবে তারপরেও সংঘর্ষবিরতি লঙ্ঘনে ইতি টানেনি ইমরানের পাকিস্তান৷ প্রায় প্রতিদিন সীমান্তে গোলাগুলি এবং মর্টার হামলা জারি রয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: পুলিশকে রাতভর মদ খাইয়ে চম্পট যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্যাংস্টার]

এরই মাঝে আবারও শনিবার সিআরপিএফ কনভয় যাওয়ার সময় হাইওয়েতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় আশঙ্কার কালো মেঘ দেখছেন আধিকারিকরা৷ এই ঘটনার পর থেকে উপত্যকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে৷ চলছে চিরুনি তল্লাশি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ