Advertisement
Advertisement

Breaking News

Akhilesh Yadav says alliance with Congress on 11 seats in Uttar Pradesh

উত্তরপ্রদেশে ১১ আসনে লড়বে কংগ্রেস, অখিলেশের ঘোষণার পরই স্বাগত জানালেন থারুর

যদিও অন্য গুঞ্জন, সিদ্ধান্তের সঙ্গে সহমত নয় কংগ্রেস নেতৃত্ব!

Akhilesh Yadav says alliance with Congress on 11 seats in Uttar Pradesh। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 27, 2024 6:59 pm
  • Updated:January 27, 2024 6:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) ইস্তফা ঘিরে জল্পনা তুঙ্গে। কিন্তু এই অবস্থাতেও উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সমঝোতার পথে হাঁটতে চাইছে ইন্ডিয়ার জোটসঙ্গী দলগুলি। এক্স হ্যান্ডলে সেকথা জানিয়েছেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

সমাজবাদী পার্টির নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, ‘কংগ্রেসের (Congress) সঙ্গে ১১টি মজবুত আসন দিয়ে আমাদের সৌহার্দ্যপূর্ণ জোটের চমৎকার সূচনা হতে চলেছে। এই সম্পর্ক জয়ের সমীকরণের সঙ্গে সঙ্গে আরও এগিয়ে চলবে। ইন্ডিয়া জোটের দল ও পিডিএ-র রণনীতি ইতিহাস পালটে দেবে।’ প্রসঙ্গত, পিডিএ হল পিছিয়ে পড়া সংখ্যালঘুরা অর্থাৎ ওবিসি-তফসিলি জাতি ও সংখ্যালঘুরা।

Advertisement

[আরও পড়ুন: ‘ইন্ডিয়ার আর্কিটেক্ট নীতীশ, কো-আর্কিটেক্ট মমতা’, জটেও জোট নিয়ে আশাবাদী কংগ্রেস]

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শশী থারুর এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”বিজেপিকে আমরা (ইন্ডিয়া) ঐক্যবদ্ধ হয়েই হারাতে চাই। এটাই আমাদের প্রত্যেকের লক্ষ্য। ফলে প্রত্যেক রাজ্যে আমাদের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। আমি যেমন কেরলের মানুষ। সেখানে আবার সিপিএম কংগ্রেসের কোনও আসন সমঝোতা হচ্ছে না। কোনও কথাও হচ্ছে না সেখানে এ নিয়ে। অন্যদিকে, কর্নাটকে আবার সিপিএম কংগ্রেস আর অন্য শরিকরা একজোট হয়ে লড়াই করব। উত্তরপ্রদেশে অখিলেশের সঙ্গে আসন সমঝোতা হয়েছে। তাতে আমরা খুশি। আমরা আশা করি অন্য সব রাজ্যেই এভাবে আমরা জোট করে ফেলতে পারব।”

যদিও অখিলেশের এই মন্তব্যের সঙ্গে কংগ্রেস সহমত নয় বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। শতাব্দীপ্রাচীন দলের তরফে এই সংক্রান্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু গুঞ্জন রয়েছে, হাত শিবিরের বক্তব্য, এটা মোটেই কংগ্রেসের সিদ্ধান্ত নয়। অখিলেশের নিজস্ব সিদ্ধান্ত। দেখার, শেষ পর্যন্ত এনিয়ে দলীয় নেতৃত্ব সরকারি ভাবে কিছু বলে কিনা।

[আরও পড়ুন: শুরু হচ্ছে অনুব্রতর বিচার প্রক্রিয়া, কেষ্টকে লক্ষ পাতার নথি পাঠাল CBI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ