Advertisement
Advertisement

Breaking News

Eectoral Trusts

লোকসভার আগে বিপুল লক্ষ্মীলাভ বিজেপির, আয়ের নিরিখে তিনে নামল কংগ্রেস

কর্পোরেট চাঁদায় ফুলে ফেঁপে উঠছে বিজেপি, তলানিতে কংগ্রেস।

BJP bagged more than 70 per cent of donations received by political parties from electoral trusts in 2022-23 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 4, 2024 10:33 am
  • Updated:January 4, 2024 10:38 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections) আগের বছরও প্রত্যাশিতভাবে ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে বিপুল লক্ষ্মীলাভ করল বিজেপি। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে মোট চাঁদার ৭০ শতাংশই গিয়েছে গেরুয়া শিবিরের খাতায়। চাঁদার নিরিখে দু’নম্বরে তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি। কংগ্রেস নেমে গিয়েছে ৩ নম্বরে।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস অর্থাৎ ADR-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে রাজনৈতিক দলগুলি ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে চাঁদা বাবদ রোজগার করেছে ৩৬৩ কোটি টাকা। এই চাঁদা দিয়েছে মোট ৩৯টি কর্পোরেট সংস্থা। বিভিন্ন ইলেক্টোরাল ট্রাস্টের (Eectoral Trusts) মাধ্যমে চাঁদা দেয় কর্পোরেট সংস্থাগুলি। এর বাইরেও ইলেক্টোরাল বন্ড এবং সরাসরি চাঁদার মাধ্যমে বিপুল আয় করে রাজনৈতিক দলগুলি। সেই রোজগারের উৎস গোপন থাকে।

Advertisement

[আরও পড়ুন: দ্রুত ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেটর হতে চলেছেন নীতীশ! খাড়গের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা]

ADR-এর দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে যে চাঁদা উঠেছে তার ৭০ শতাংশ গিয়েছে বিজেপির খাতায়। গেরুয়া শিবির ট্রাস্টের মাধ্যমে পেয়েছে ২৫৯ কোটি ৮ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি। তারা প্রায় ৯০ কোটি টাকার চাঁদা পেয়েছে। কংগ্রেস, আপ এবং ওয়াইএসআর কংগ্রেস মিলিয়ে পেয়েছে ১৭ কোটি ৪০ লক্ষ টাকা। অন্যান্য রাজনৈতিক দল অবশ্য তথ্য দেয়নি।

Advertisement

[আরও পড়ুন: ‘গলার স্বর নিচু করুন’, এজলাসে মেজাজ হারিয়ে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির]

আসলে, ২০১৪ সালের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোদস্তুর বদলে গিয়েছে। একটা সময় গোটা দেশে যে কংগ্রেস অপ্রতিরোধ্য ছিল, তারাই এখন প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। দশ বছর কেন্দ্রে ক্ষমতায় নেই। রাজ্যগুলিতেও একের পর এক ক্ষমতা হারিয়েছে দল। স্বাভাবিকভাবেই কমছে দলের তহবিলে জমা পড়া চাঁদার পরিমাণও। তাছাড়া, রাহুল গান্ধীর (Rahul Gandhi) ক্রমাগত কর্পোরেটদের আক্রমণও কংগ্রেসের জন্য গোদের উপর বিষফোঁড়ার মতো হয়েছে। ফলে কংগ্রেসের কর্পোরেট চাঁদার পরিমাণ এই মুহূর্তে তলানিতে। অন্যদিকে ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে থেকেই কর্পোরেটদের সঙ্গে সখ্য তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যার সুফল এখনও পাচ্ছে বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ