Advertisement
Advertisement

Breaking News

DY Chandrachud

‘গলার স্বর নিচু করুন’, এজলাসে মেজাজ হারিয়ে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির

কেন আইনজীবীর উপর ক্ষোভপ্রকাশ করলেন প্রধান বিচারপতি?

DY Chandrachud cautioned a lawyer during a heated exchange over the listing of a petition | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 3, 2024 4:40 pm
  • Updated:January 3, 2024 4:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই তিনি দৃঢ়চেতা। বিচারবিভাগ, আদালতের আদব-কায়দা নিয়ে কোনওরকম আপস করতে নারাজ। সেটা আরও একবার বুঝিয়ে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। সওয়াল জবাব চলাকালীন উঁচুস্বরে কথা বলায়, আইনজীবীকে রীতিমতো ধমক দিতে শোনা গেল চন্দ্রচূড়কে।

আসলে এজলাসে সওয়াল জবাব চলাকালীন প্রধান বিচারপতির সঙ্গে উঁচুস্বরে কথা বলছিলেন ওই আইনজীবী। বেশ কিছুক্ষণ সেটা চলার পর মেজাজ হারান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ওই আইনজীবীকে থামিয়ে দিয়ে তিনি বলেন,”এক সেকেন্ড। এত জোরে কথা বলবেন না। গলার স্বর নামান। আপনি কোথায় সওয়াল করেন? সব বিচারপতির সামনেই কী এভাবে জোরে কথা বলেন? কী ভেবেছেন কী? আদালতের উপরে চাপ সৃষ্টি করবেন? আপনি ভুল করছেন? গত ২৩ বছরে এটা হয়নি।”

Advertisement

[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগেই দেশজুড়ে চালু হবে CAA! সূত্রের দাবিতে শোরগোল]

এরপর ওই আইনজীবীকে একপ্রকার কড়া সুরে তিনি বলে দেন, মনে রাখবেন আপনি এই দেশের শীর্ষ আদালতের (Supreme Court) প্রথম কক্ষে সওয়াল করছেন। গলার স্বর নামিয়ে কথা বলুন। নাহলে এজলাস থেকে বের করে দেব। প্রধান বিচারপতিকে এভাবে রেগে যেতে দেখে স্বাভাবিকভাবেই হকচকিয়ে যান। সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিয়ে স্বর নিচু করে সওয়াল করা শুরু করেন।

Advertisement

[আরও পড়ুন: ফের বাড়বে তাপমাত্রা, বছর শুরুতেই শীতবিলাসীদের জন্য দুসংবাদ হাওয়া অফিসের]

বস্তুত প্রধান বিচারপতির এই রুদ্ররূপে খানিক অবাক হন অন্যান্য আইনজীবীরাও। যদিও এভাবে আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির বচসায় জড়ানো নতুন কিছু নয়। এর আগে বর্ষীয়ান আইনজীবী বিকাশ সিংয়ের সঙ্গেও এজলাসে বাক বিতণ্ডায় জড়ান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ