Advertisement
Advertisement
Rahul Gandhi

৫ রাজ্যের নির্বাচনের আগে ফের হিন্দুত্বের তাস? কেদারনাথে রাহুল, বিলি করলেন চা!

ভক্তদের সঙ্গে তুললেন সেলফিও।

Congress Leader Rahul Gandhi at Kedarnath Temple | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 6, 2023 2:54 pm
  • Updated:November 6, 2023 2:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই পাঁচ রাজ্য়ের ভোট। তার আগে ফের একবার নরম হিন্দুত্বের তাস রাহুল গান্ধীর (Rahukl Gandhi)! ভোটপর্ব শুরুর আগেই কেদারনাথ (Kedarnath Temple) দর্শনে কংগ্রেসের প্রাক্তন সভাপতি। শুধু দেবদর্শন নয়, কেদারনাথ মন্দিরের বাইরে অপেক্ষমান ভক্তদের মধ্যে চা বিলি করলেন তিনি। ‘সেলিব্রেটি’ রাহুলকে কাছে পেয়ে আপ্লুত দর্শনার্থীরা। বলেই ফেললেন, আপনাকে তো টিভিতে দেখি। এই প্রথমবার কাছ থেকে দেখলাম। একটি সেলফি তুলব? হাসি মুখে সেই আবদারও মেটালেন কংগ্রেস সাংসদ।

 

Advertisement

রাত পোহালেই পাঁচ রাজ্য-মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার তিনদিনের সফরে দেবভূমি উত্তরাখণ্ড সফরে গিয়েছেন রাহুল গান্ধী। গিয়েছেন জ্যোতির্লিঙ্গ কেদারনাথ দর্শনে। সেখানে পুজোও দিয়েছেন তিনি। আর ‘ভিআইপি’ রাহুল গান্ধীর প্রার্থনা চলাকালীন স্বাভাবিকভাবেই মন্দিরের বাইরে অপেক্ষা করতে হয় আম ভক্তদের। মন্দির থেকে বেরিয়ে তাঁদের হাতে গরম-গরম চা তুলে দেন রাহুল। ‘ভাণ্ডারা’য় খাবার পরিবেশন করতে দেখা যায় তাঁকে।

 

[আরও পড়ুন: চাকরি হারানোয় বদলা? কর্নাটকে সরকারি আধিকারিক খুনে গ্রেপ্তার ড্রাইভার]

উল্লেখ্য়, দেশের ৫ রাজ্য়ে যখন ভোটের পারদ চড়ছে ঠিক সেই সময় রাহুলের তীর্থযাত্রা ঘিরে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। সমালোচকরা বলছেন, এটা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার ভোটের মরশুমে যেখানে নির্বাচন নেই সেই সমস্ত রাজ্য সফর করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। আবার বিদেশ সফরেও গিয়েছেন। তবে রাহুলের কেদারনাথ দর্শনের নেপথ্যে কংগ্রেসের হিন্দুত্বের তাসের অঙ্ক দেখছে রাজনৈতিক মহলের একাংশ। মিজোরাম বাদে চার রাজ্য়ে নরম হিন্দুত্বের লাইন নিয়েছে কংগ্রেস। ভোটপ্রচারে মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। সেই নরম হিন্দুত্বের মুখ হিসেবেই ভোটের মাঝে কেদারনাথ দর্শনে গেলেন রাহুল। সারলেন ভাণ্ডারাও। তবে কি ভোটের আগে দেবাদিদেবের কাছে জয়ের আশীর্বাদ চেয়ে রাখলেন কংগ্রেসের মুখ? জবাব এখনও অজানা। 

 

[আরও পড়ুন: দূষণে বিপর্যস্ত দিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’, পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক কেজরিওয়ালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ