Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

Coronavirus: তৃতীয় ঢেউয়ের আগে বড় স্বস্তি, ৪ মাসের মধ্যে দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হাজারের সামান্য বেশি।

Corona in India: 28,204 new cases in last 24 hours, 373 death | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 10, 2021 10:15 am
  • Updated:August 10, 2021 4:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ আছড়ে পড়া সময়ের অপেক্ষামাত্র। তা সামলাতে সর্বস্তরে প্রস্তুতি চলছে। এর মাঝেই বড়সড় স্বস্তি দিল স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম করোনা রিপোর্ট। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। সংক্রমণ, মৃত্যু – দুটির হারই সোমবারের তুলনায় অনেক কম। আরও কমল অ্যাকটিভ রোগীর সংখ্যাও। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.৪৫ শতাংশ। মার্চের পর এটাই দেশের সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ বলে দাবি স্বাস্থ্যমন্ত্রকের। 

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশের অ্যাকটিভ কোভিড (COVID-19) রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৮  হাজার ৫০৮। সোমবারও তা ছিল ৪ লক্ষের বেশি। এত দ্রুত হারে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে যাওয়াকে যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ICMR-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ লক্ষ ১১ হাজার ৩১৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত দেশে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা মোট ৪৮ কোটি ৩২ লক্ষ ৭৮ হাজার ৫৪৫। 

[আরও পড়ুন: নির্বাচনী বন্ডের দুই-তৃতীয়াংশ টাকাই BJP’র তহবিলে, এক বছরে আয় ২,৫৫৫ কোটি, দাবি রিপোর্টে]

ভ্যাকসিন সরবরাহ নিয়ে হাজার অভিযোগের মাঝে মঙ্গলবারও ফের পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এখনও পর্যন্ত ৫২ কোটি ৫৬ লক্ষ ৩৫ হাজার ৭১০টি টিকা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।  মঙ্গলবারের করোনা পরিসংখ্যান অনেকটা স্বস্তি দিলেও কয়েকটি জায়গা নিয়ে চিন্তা থাকছে। দিল্লি এবং কেরলে বাড়ছে ‘ডেল্টা প্লাস’ স্ট্রেনের দাপট, কর্ণাটকে নতুন করে থাবা বসিয়েছে ‘এটা’ স্ট্রেন। এসবই তৃতীয় ধাক্কার পূর্বাভাস হিসেবেই দেখছে বিশেষজ্ঞ মহল। 

[আরও পড়ুন: যন্তরমন্তরে মুসলিম বিরোধী স্লোগান, গ্রেপ্তার Delhi BJP’র প্রাক্তন মুখপাত্র-সহ ৫]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ