Advertisement
Advertisement

Breaking News

মিড-ডে মিলে মিলল টিকটিকি, খেয়ে অসুস্থ বহু শিশু

মিড-ডে মিল প্রকল্পে গাফিলতির অভিযোগ এনে সরব হয়েছেন অভিভাবকরা৷

Dead Lizard found in mid-day meal at Anganwadi in MP, several hospitalised
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2017 9:55 am
  • Updated:May 20, 2017 9:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিড-ডে মিল নিয়ে জমছে একের পর এক অভিযোগ৷ ক’দিন আগেই মিড-ডে মিলে সাপের দেখা মিলেছিল৷ এবার মিলল টিকটিকি৷ তা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বহু শিশু৷

ঘটনা মধ্যপ্রদেশের কাটনি জেলার৷ জানা যাচ্ছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যে মিড-ডে মিল দেওয়া হয়েছিল তাতেই ছিল টিকটিকি৷ মৃত টিকটিকি খাবারে মেশায় বিষাক্ত হয়ে পড়ে তা৷ প্রথমে কারওরই নজরে পড়েনি৷ যখন খেয়াল হল ততক্ষণে শিশুরা তা না জেনেই খেয়ে ফেলেছে৷ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে শিশুরা৷ আট শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা যাচ্ছে৷

Advertisement


চলতি মাসেই হরিয়ানার এক গার্লস স্কুলে দেওয়া মিড-ডে মিলে দেখা মিলেছিল মৃত সাপের৷ যদিও আগেভাগে নজর পড়ায় গুরুতর অসুস্থ হওয়া থেকে বেঁচে গিয়েছিল পড়ুয়ারা৷ শিক্ষকরা খাবার পরীক্ষা করার সময়ই তা দেখতে পান৷ ফলত পড়ুয়ারা মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছিল৷ তার কিছুদিন পরেই বিহারে মিড-ডে মিলে পাওয়া গিয়েছিল টিকটিকি৷ এর আগে মিড-ডে মিলে ইঁদুরেরও দেখা মিলেছিল৷ ফের একইরকম ঘটনা ঘটল৷ এবার অবশ্য পরিস্থিতি আরও খারাপ৷ কেননা এবার অজ্ঞাতেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বহু শিশু৷ মিড-ডে মিল প্রকল্পে গাফিলতির অভিযোগ এনে সরব হয়েছেন অভিভাবকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ