Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

ছাগল চরানো নিয়ে বিবাদ, দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

আশঙ্কাজনক আরও ২ জন।

Dispute Over Goat Grazing 5 Died In Madhya Pradesh | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 14, 2023 2:17 pm
  • Updated:September 14, 2023 2:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের চারণভূমিতে ছাগল চরানো নিয়ে বিবাদের জেরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল উভয়পক্ষের ৫ জনের। আশঙ্কাজনক আরও দুজন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দাতিয়া জেলার এই ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষের একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

ছাগল চরানো নিয়ে বিবাদ বেধেছিল ওবিসি সম্প্রদায়ের দুই গোষ্ঠী পাল এবং ডাঙ্গিদের মধ্যে। সমস্যার সমাধানে আলোচনায় বসেছিল উভয় গোষ্ঠী। আলোচনার মধ্যেই বচসা থেকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সেই সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। মৃতদের মধ্যে চারজনের বয়স ৩০-এর মধ্যে। একজনের বয়স ৭০। মৃত্যু হয়েছে প্রকাশ ডাঙ্গি, রামনরেশ ডাঙ্গি, সুরেন্দ্র ডাঙ্গি, রাজেন্দ্র পাল এবং রাঘবেন্দ্র পালের। সকলেই গুলিবিদ্ধ হয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: রাজ্য প্রশাসনে বড় রদবদল, একঝাঁক জেলাশাসক-পুলিশ সুপারকে বদলি নবান্নর]

খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত দুই পক্ষের ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। গ্রামে উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বেআইনি বিজ্ঞাপন রুখতে কড়া পদক্ষেপ, হোর্ডিংয়ের তথ্য পুজো কমিটিকে জানাতে হবে পুরসভায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ