Advertisement
Advertisement
Pune

অভিযুক্ত কিশোরের দাদুর সঙ্গে ‘ডন’ ছোটা রাজনের যোগ! পুণের পোর্শে দুর্ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

অভিযুক্ত কিশোরের দাদুর বিরুদ্ধে আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের সঙ্গে যোগসাজশ করে খুনের অভিযোগ রয়েছে।

Family of Accused in Pune accident linked with Chhota Rajan

ছবি: সংগৃহীত

Published by: Anwesha Adhikary
  • Posted:May 23, 2024 2:00 pm
  • Updated:May 23, 2024 2:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত নাবালকের পরিবারের খোঁজ শুরু করছে পুলিশ। এই সময়ই তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। নাবালকের পরিবারের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ পেল পুলিশ। সিবিআই সূত্রের খবর, অভিযুক্ত কিশোরের দাদুর বিরুদ্ধে আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের সঙ্গে যোগসাজশ করে খুনের অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, আর্থিক কারণে ভাইয়ের সঙ্গে নাবালকের দাদুর বিবাদ ছিল। সেই বিবাদ থেকেই ওই ব্যক্তি তাঁর ভাইয়ের সহকর্মী অজয় ​​ভোঁসলেকে খুনের পরিকল্পনা করেন। তার জন্য সরাসরি ছোটা রাজনকে সুপারি দিয়েছিলেন। এরপরেই গুণ্ডা দিয়ে অজয় ভোঁসলের উপর গুলি চালানো হয়। এই ঘটনায় ছোটা রাজন এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছিল। এমনকী এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়েছিল। তবে মামলার মাস্টারমাইন্ড ও কথিত সুপারি কিলারের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি এবং তাঁদের গ্রেপ্তার করা হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপির রেকর্ড, নজির গড়ে উত্থান শেয়ার বাজারেও’, ৪ জুন নিয়ে ভবিষ্যদ্বাণী মোদির

পুণের (Pune) হিট অ্যান্ড রানের ঘটনায় মুম্বইয়ের বিশেষ আদালতে একটি মামলার শুনানি চলছে। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে ৪ জুন। আন্ডারওয়ার্ল্ড ডন ছোট রাজনের সঙ্গে নাবালকের বাবা এবং দাদুর সম্পর্ক প্রকাশ্যে আসায় মামলাটি নতুন মোড় নিয়েছে। বান্দ গার্ডেন থানায় নাবালকের দাদুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জামিন ছাড়া পাওয়া নাবালকের দাদুর আন্ডারওয়ার্ল্ড যোগ রয়েছে বলে জানাজানি হওয়ার পর ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

পুণেতে দুর্ঘটনার জন্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের পদত্যাগের দাবি জানিয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছেন, ‘‘কয়েকদিন আগে দেবেন্দ্রজি বলেছিলেন যে একটি কুকুর গাড়ির নিচে গেলেও বিরোধীরা তার পদত্যাগ দাবি করবে। আজ এক দরিদ্র ঘরের দুই সন্তানকে গাড়ি পিষে দিল । আপনার পুলিশ প্রশাসন দুজনকে হত্যাকারীকে বসিয়ে পিৎজা বার্গার খাইয়েছে। অভিযুক্তের দশ ঘণ্টার মধ্যে জামিন মঞ্জুর করা হযেছে (তাও রবিবার)। দেবেন্দ্রজি এখন আপনিই বলুন কেন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইব না?’’

[আরও পড়ুন: ‘কাশী-মথুরা বাকি হ্যায়’, ৪০০ আসনের টার্গেট পূরণে পুরনো স্লোগান মনে করালেন হিমন্ত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ