Advertisement
Advertisement

Breaking News

পুরীর মন্দির, ফণী

উড়ল পুরীর মন্দিরের পতাকা, ফণীতে অশুভ লক্ষ্মণ দেখছেন পুরোহিতরা

ইতিহাসে এই প্রথমবার উড়ে গেল ধ্বজা, বড় বিপদের আশঙ্কা৷

Flag blown away, Jagannath temple priests fear Fani devastation

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:May 2, 2019 4:12 pm
  • Updated:May 2, 2019 7:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই প্রবল আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় ফণী৷ আবহবিদদের আশঙ্কা, ওড়িশা উপকূলেই আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়৷ প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে৷ বৃহস্পতিবার সকাল থেকেই পুরীর আবহাওয়ার ক্রমশই অবনতি হচ্ছে৷ আকাশের মুখ ভার৷ চলছে ঝিরঝিরে বৃষ্টি৷ হাওয়ার দাপট ক্রমশই বাড়ছে৷ এই আশঙ্কার মাঝেই বৃহস্পতিবার সকালে আচমকা উড়ে গেল পুরীর মন্দিরের পতাকা৷ যা  কিনা সবসময় মন্দিরের নিশানা হিসেবে থাকে৷আর এতেই ‘অশুভ’ লক্ষ্মণ দেখছেন পুরীর মন্দিরের ভক্ত এবং পুরোহিতরা৷ মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে৷

[ আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী, নিরাপত্তার স্বার্থে রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা]

সময় কেটে গিয়েছে অনেক৷ বদলেছে পরিবেশ, পরিস্থিতি৷ কিন্তু পুরীর মন্দিরে আজও সমস্ত নিয়ম রয়ে গেছে একইরকম৷ এখনও পর্যন্ত দীর্ঘদিনের পুরনো রীতি মেনে মন্দিরের চূড়ায় পতাকা লাগানো থাকে৷ সূর্যাস্তের সময় মন্দিরের শীর্ষে লাগানো পতাকা পরিবর্তন করা হয়৷ বারো হাত লম্বা সেই পতাকা ভক্তদের কাছে অত্যন্ত শুভ বলেই পরিচিত৷ বিরাট আকারের সেই পতাকাই মন্দির চূড়ায় পতপত করে ওড়ে। কিন্তু ফণীর পূর্বাভাস পাওয়া মাত্রই প্রশাসনের নির্দেশে সেই পতাকার মাপ ১২ থেকে কমিয়ে ৫ হাত অর্থাৎ ১২ ফুট করা হয়েছে। বুধবারই তা লাগানো হয় মন্দিরের চূড়ায়। কিন্তু বৃহস্পতিবার সকালেই ঘটল বিপত্তি৷ এদিন ৮টা ৩৫ মিনিট নাগাদ ঝোড়ো হাওয়ার দাপটে উড়ে যায় সেই পতাকা৷ বিকেলে যদিও আবার তা লাগানো হবে মন্দিরে৷ এই ঘটনার পর থেকে মনের ভিতর কু ডাকতে শুরু করেছে পুরীর মন্দিরের পুরোহিতদের৷ বহু ঝড়বৃষ্টি দেখেছেন পুরোহিতরা৷ তবে এই প্রথমবার মন্দিরের পতাকা উড়ে গিয়েছে বলেই দাবি পুরোহিতদের৷ বড়সড় কোনও বিপর্যয়ই কি তবে অপেক্ষা করছে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পূজারিদের অন্দরমহলে৷ ভক্ত থেকে এলাকাবাসী কেউই এই বিষয়টিকে ভাল চোখে দেখছেন না৷ তাঁরাও এটি অশুভ ইঙ্গিত বলেই মনে করছেন৷

Advertisement

[ আরও পড়ুন: ফণী আতঙ্কে দিঘা ছাড়ছেন পর্যটকরা, শুনশান সৈকত শহর]

এদিকে, ইতিমধ্যেই ফাঁকা করে দেওয়া হয়েছে পুরী৷ পর্যটকদের বিশেষ ট্রেনের মাধ্যমে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের বন্দোবস্ত করা হয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ ওড়িশা এবং পুরীগামী বেশ কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে৷ চালু করা হয়েছে হেল্পলাইন৷ 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ