Advertisement
Advertisement

Breaking News

S-400

পাঞ্জাবে মোতায়েন প্রথম S-400 মিসাইল সিস্টেম, লৌহ বর্মে ঢাকল ভারতের আকাশ

প্রতিপক্ষের মিসাইল ও যুদ্ধবিমানগুলিকে মাঝ আকাশে ধ্বংস করতেই এই পদক্ষেপ।

India deploys first S-400 air defence system in Punjab | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:December 21, 2021 9:09 am
  • Updated:December 21, 2021 9:09 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লৌহ বর্মে ঢাকল ভারতের আকাশ। পাঞ্জাবে প্রথম S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করল ভারতীয় বায়ুসেনা। চিন ও পাকিস্তানের সঙ্গে একযোগে মোকাবিলা করতে ও প্রতিপক্ষের মিসাইল ও যুদ্ধবিমানগুলিকে মাঝ আকাশে ধ্বংস করতেই এই পদক্ষেপ।

[আরও পড়ুন: চিনের ‘পথের কাঁটা’ রাওয়াতের মৃত্যুর নেপথ্যে লালফৌজের ষড়যন্ত্র?]

সংবাদ সংস্থা এএনআই-কে সরকারের এক শীর্ষস্তরের আধিকারিক বলেন “এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রথম স্কোয়াড্রন পাঞ্জাব সেক্টরে মোতায়েন করা হচ্ছে। চিন ও পাকিস্তান থেকে সম্ভাব্য বিপদের একযোগে মোকাবিলা করতেই হাতিয়ারটিকে মোতায়েন করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণরূপে কাজ শুরু করবে রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি।” বলে রাখা ভাল, চলতি মাসের শুরুর দিক থেকেই ভারতে আসতে শুরু করেছে মিসাইল ডিফেন্স সিস্টেমটির বিভিন্ন অংশ। রাশিয়া থেকে সমুদ্রপথ ও বিমানে করে হাতিয়ারগুলি আনা হচ্ছে। ২০২১ সালের মধ্যেই প্রথম এস-৪০০ স্কোয়াড্রন ভারতীয় ফৌজের হাতে চলে আসবে।

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা বা মিসাইল সিস্টেম ‘এস- ৪০০ ট্রায়াম্ফ’ ভারতে পাঠানো শুরু করেছে রাশিয়া। সামরিক বিষয়ে ওয়াকিবহাল মহলের দাবি, এর ফলে এক ধাক্কায় অনেকটাই শক্তি বেড়ে গেল ভারতীয় বায়ুসেনার। শত্রুপক্ষের যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্রুজ মিসাইল মোকাবিলায় ‘এস- ৪০০’ মিসাইলের বিকল্প নেই। ভারতীয় বায়ুসেনা এমন একটি সময় এই ক্ষেপণাস্ত্র হাতে পাচ্ছে, যখন প্রতিবেশী চিনের সঙ্গে সীমান্ত নিয়ে গোলমাল চলছে। তা নিয়ে লাদাখ, অরুণাচলে এখনও উত্তপ্ত পরিস্থিতি।

Advertisement

এদিকে, রুশ মিসাইল সিস্টেম নিয়ে ভারত ও আমেরিকার টানাপোড়েন তুঙ্গে। নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে সম্প্রতি আমেরিকা ইঙ্গিতে জানিয়েছে, রাশিয়ার তৈরি ওই ক্ষেপণাস্ত্র কিনলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তেও হতে পারে ভারতকে। তবে ভারত প্রথম দেশ নয় যার বিরুদ্ধে এই এস-৪০০ (S-400) কেনার জন্য নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। ভারতের আগে রাশিয়ার কাছ থেকে এই অস্ত্র কেনে তুরস্ক। যার ফলে ইতিমধ্যে আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে ন্যাটো সদস্য সেই দেশকে। এদিকে, এই বিষয়কে খুব বেশি আমল দিতে নারাজ বিশেষজ্ঞ মহল। তাঁদের দাবি, রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি বাতিল করবে না ভারত। মস্কোর সঙ্গে পরীক্ষিত বন্ধুত্ব বজায় রেখেই আমেরিকার সঙ্গে সম্পর্ক মজবুত করেছে নয়াদিল্লি।

[আরও পড়ুন: চলতি বছরই ভারতের হাতে আসছে মারণাস্ত্র, ঘোষণা রাশিয়ান সংস্থার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ