Advertisement
Advertisement

Breaking News

Lalu Prasad Yadav

‘সংবিধান বদলের ষড়যন্ত্রকারীদের চোখ উপড়ে নেওয়া হবে,’ হুমকি লালুর

'কোনও আতিপাতি বাবা নয়, এটা বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধান', হুঁশিয়ারি লালুর।

Lalu Prasad Yadav threat if BJP try to change constitution people will take out eyes

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:April 15, 2024 4:58 pm
  • Updated:April 15, 2024 4:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪০০ পারের লক্ষ্য নিয়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha election 2024) লড়াইয়ে নেমেছে গেরুয়া শিবির। নির্বাচনী প্রচারে বিজেপি (BJP) নেতাদের মুখে উঠে এসেছে সংবিধান বদলের কথা। এহেন পরিস্থিতির মাঝেই এবার কড়া হুঁশিয়ারি দিলেন আরজেডি (RJD) সুপ্রিমো লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। তাঁর হুঁশিয়ারি, ‘বিজেপি সংবিধান বদলের চেষ্টা চালালে দেশের জনতা ওদের চোখ উপড়ে নেবে।’

সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লালু প্রসাদ যাদব বলেন, “আসন্ন লোকসভা নির্বাচনে রীতিমতো ভয়ে রয়েছেন নরেন্দ্র মোদি-সহ বিজেপি নেতারা। ওঁরা বুঝতে পারছেন আসন্ন লোকসভা নির্বাচনে ওঁদের হার হতে চলেছে। যার ফলেই ৪০০ পারের দাবি তুলছে বিজেপি। বিপুল ভোট চেয়ে মানুষের কাছে আবেদন জানাচ্ছে যাতে সংবিধান বদল করতে পারে।” এরপরই অতীত স্মরণ করিয়ে লালু বলেন, “নরেন্দ্র মোদির মনে থাকবে আরএসএস প্রধান মোহন ভাগবত দেশে সংরক্ষণ নীতি নিয়ে পুনরায় চিন্তাভাবনা করার দাবি করেছিলেন। সেই সময়ে দেশের জনতা বিজেপিকে ভোটের বাক্সে জবাব দিয়েছিল। এবারও সেই একই হাল হবে বিজেপির।”

Advertisement

[আরও পড়ুন: ‘বিচারব্যবস্থাকে দুর্বল করার ষড়যন্ত্র’, চন্দ্রচূড়কে চিঠি ‘উদ্বিগ্ন’ ২১ প্রাক্তন বিচারপতির]

এরপরই সংবিধান বদল প্রসঙ্গে তোপ দেগে লালু বলেন, “এটা বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধান। কোনও আতিপাতি বাবার বানানো নয়। খবরদার, যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় সেক্ষেত্রে জনতা ছেড়ে কথা বলবে না। দেশের জনতা ওদের চোখ উপড়ে নেবে। ওঁরা চাইছে সংবিধান বদলে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিতে।” পাশাপাশি নরেন্দ্র মোদির উদ্দেশে তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী কেন সেই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না যারা সংবিধান বদলের কথা বলছেন।

Advertisement

[আরও পড়ুন: হুড়মুড়িয়ে গায়ের উপর ভেঙে পড়ল আস্ত বহুতল, যোগীরাজ্যে মৃত ২, আহত অন্তত ১৭]

প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রচারে সংবিধান বদলের কথা প্রথম শোনা গিয়েছিল বিজেপি নেতা অনন্ত হেগড়ের মুখে। তিনি বলেছিলেন, সংবিধানের প্রস্তাবনা সংশোধনের জন্য, সংসদের উভয় কক্ষে বিজেপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে। তাই বিজেপিকে বিপুল ভোটে জেতানোর আর্জি জানান হেগড়ে। এরপর সেই একই কথা শোনা যায় রাজস্থানের বিজেপি প্রার্থী জ্যোতি মৃধার মুখে। তিনি বলেন, দেশের স্বার্থে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সেটার জন্য সাংবিধানিক পরিবর্তনও দরকার। এর জন্য এটি লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা দরকার। লোকসভায় বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু এতদিন রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা ছিল না। এবার তৃতীয়বারের মতো লোকসভায় শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে এনডিএকে। যদিও এই সংবিধান বদলের সম্ভাবনার কথা খারিজ করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশের সংবিধান বদলের ক্ষমতা কারও নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ