সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মতাদর্শের দিক থেকে দুজনেই সম্পূর্ণ বিপরীত মেরুর বাসিন্দা! কিন্তু, দেশের সম্মান নিয়ে প্রশ্ন উঠলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদেশি কোনও ব্যক্তি আক্রমণ করলে তা কোনওভাবেই মেনে নেবেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার টুইট করে একথা স্পষ্ট করে দিলেন তিনি।
नरेंद्र मोदी जी भारत के प्रधानमंत्री है। मेरे भी प्रधानमंत्री है। दिल्ली का चुनाव भारत का आंतरिक मसला है और हमें आतंकवाद के सबसे बड़े प्रायोजकों का हस्तक्षेप बर्दाश्त नहीं। पाकिस्तान जितनी कोशिश कर ले, इस देश की एकता पर प्रहार नहीं कर सकता। https://t.co/E2Rl65nWSK
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 31, 2020
বেশ কিছুদিন ধরে দিল্লির বিধানসভা নির্বাচনকে ঘিরে আম আদমি পার্টি (AAP) ও ভারতীয় জনতা পার্টি (BJP)’র মধ্যে চরম টানাপোড়েন চলছে। ইতিমধ্যে দিল্লির নির্বাচনকে ভারত-পাক যুদ্ধের সঙ্গে তুলনা করে নির্বাচন কমিশনের রোষানলে পড়েছেন বিজেপি প্রার্থী কপিল শর্মা। তাঁর প্রচারে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এরই মাঝে দিল্লির একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে, ভারত চাইলে পাকিস্তানকে এক সপ্তাহের মধ্যে যুদ্ধে পরাজিত করতে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
[আরও পড়ুন: পাঞ্জাবের কারখানা থেকে উদ্ধার কয়েক কোটির মাদক, গ্রেপ্তার আফগান নাগরিক-সহ ৪ ]
তাঁর এই মন্তব্য কানে যেতে ক্ষিপ্ত হয়ে ওঠে পাকিস্তান। ইমরান মন্ত্রিসভার এক মন্ত্রী চৌধুরি ফাওহাদ হুসেন কটাক্ষ করে বলে, ‘ভারতের মানুষদের মোদির পাগলামোকে হারাতেই হবে। কারণ আরও একটি রাজ্যের নির্বাচনে পরাজিত হওয়ার আগে উলটোপালটা দাবি ও মন্তব্য করে উপমহাদেশের এই অঞ্চলে অশান্তি তৈরির চেষ্টা করছেন। আসলে কাশ্মীর নিয়ে দেশে ও বিদেশ সমালোচনা, নাগরিকত্ব আইনের বিরোধিতা ও ভারতের বেহাল অর্থনীতি তাঁর মাথা খারাপ করে দিয়েছে। তাই এই ধরনের মন্তব্য করছেন।’
[আরও পড়ুন: কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করলে যাত্রীকে ‘নিষিদ্ধ’ করবে রেলও ]
পাকিস্তানের মন্ত্রীর এই মন্তব্যের জবাব দিতে গিয়ে তাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইট করেছেন, নরেন্দ্র মোদিজি ভারতের প্রধানমন্ত্রী। তাই তিনি আমারও প্রধানমন্ত্রী। দিল্লির নির্বাচন হল ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে সন্ত্রাসবাদের সবথেকে বড় মদতদাতাদের মাথা গলানোর কোনও দরকার নেই। পাকিস্তান যতই চেষ্টা করুক ভারতের ঐক্যে সে কোনওদিনই আঘাত করতে পারবে না।’