Advertisement
Advertisement

Breaking News

সেনসেক্স

সর্বকালীন রেকর্ড গড়ে ৪১ হাজারের গণ্ডি ছাড়াল সেনসেক্স

আমেরিকা ও চিনের মধ্যে টানাপোড়েন কমায় চাঙ্গা হয়েছে শেয়ার বাজার।

Sensex hits lifetime peak of 41,100.82, Nifty touches record high
Published by: Soumya Mukherjee
  • Posted:November 26, 2019 3:44 pm
  • Updated:November 26, 2019 3:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার ৫৭২.৩ পয়েন্ট বেড়ে বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচক পৌঁছে ছিল ৪০,৯৩১.৭১ পয়েন্টে। যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। তবে দিনের শেষে মোট ৫৩০ পয়েন্ট বেড়ে ৪০,৮৮৯.২৩-এ পৌঁছয়। শেয়ার বাজারে ওঠা এই জোয়ারের কারণে সপ্তাহের প্রথম দিনেই প্রায় ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা ঘরে তোলেন বিনিয়োগকারীরা।

[আরও পড়ুন: শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সামনে গ্রেনেড হামলা, জখম অন্তত ৪]

মঙ্গলবার বাজার খুলতেই চড়তে থাকে সেনসেক্সের পারদ। এর ফলে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ২১৮ পয়েন্ট বেড়ে সর্বকালীন রেকর্ড গড়ে টপকে যায় ৪১ হাজারের গণ্ডি। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটিও। মঙ্গলবার শেয়ার বাজারের ঊর্ধ্বগতির জেরে ১২,১৩০-এর অংক ছুঁয়েছে সে। আজ সকালে বাজার খুলতেই সব থেকে বেড়েছে মুকেশ আম্বানির আরআইএল, ইয়েস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, টাটা স্টিল, ওএনজিসি, ভারতীয় স্টেট ব্যাংক, এশিয়ান পেইন্টস ও সান ফার্মা। তাদের দাম বৃদ্ধি হয় ২.৮৩ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন:মহারাষ্ট্রে বড় ধাক্কা বিজেপির, উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা অজিত পওয়ারের]

আজকে শেয়ার বাজারের এই অভাবনীয় ফলাফল সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাণিজ্য নিয়ে আমেরিকা এবং চিনের মধ্যে যে টানাপোড়েন চলছিল। তা এখন অনেকটাই কমেছে। দুটি শক্তিধর দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখা দেওয়ায় চাঙ্গা হয়েছে বিশ্বের শেয়ার বাজার। যার বড়সড় প্রভাব পড়েছে ভারতের বাজারেও। আর এর ফলে সামান্য হলেও বেড়েছে টাকার দাম। গতকাল যেখানে এক মার্কিন ডলারের মূল্য ছিল ৭১.৩৩ ভারতীয় টাকা সেখানে আজ তা হয়েছে ৭১.৬৬ টাকা।

যদিও কেউ কেউ বলছেন, বাজারে বিনিয়োগের জন্য দীর্ঘকালীন ভিত্তিতে শেয়ার কেনা হচ্ছে বলে মনে হচ্ছে না। বরং ফাটকাবাজরাই এখন বেশি সক্রিয়। তাই যে কোনও সময়েই সূচক ফের পড়ে যেতে পারে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement