Advertisement
Advertisement

Breaking News

শশী খারুর

রীতি মেনে দাঁড়িপাল্লায় বসে বিপত্তি, মাথায় চোট পেলেন শশী থারুর

আঘাত গুরুতর হলেও,আপাতত তিনি সংকটমুক্ত৷

Shashi Tharoor in hospital after injuries during ritual at Kerala
Published by: Sayani Sen
  • Posted:April 15, 2019 1:39 pm
  • Updated:April 17, 2019 3:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কের জন্য বারবার শিরোনামে এসেছেন শশী থারুর৷ সেই বিতর্কিত নেতাই এবার গুরুতর জখম হয়ে ভরতি হলেন হাসপাতালে৷ তাঁর মাথায় ছ’টি সেলাইও পড়েছে৷ তবে আপাতত বিপন্মুক্ত কংগ্রেস নেতা৷ 

[ আরও পড়ুন: জয়া প্রদার অন্তর্বাসের রং নিয়ে খোঁচা, আজম খানের বিরুদ্ধে মামলা দায়ের]

সোমবার কেরলের তিরুবনন্তপুরমের এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন কংগ্রেস নেতা শশী থারুর৷ পয়লা বৈশাখে ওই মন্দিরে এক বিশেষ আচার পালন করা হয়৷ একজন ব্যক্তিকে বিশাল দাঁড়িপাল্লার একপাশে বসানো হয়৷ তারপর তাঁর ওজন অনুযায়ী দাঁড়িপাল্লার অপর প্রান্তে তাঁর সমান ওজনের ফল, মিষ্টি ও অন্যান্য সামগ্রী রাখা হয়৷ এরপর ওই ফল, মিষ্টি দেবতাকে নিবেদন করা হয়৷ এই আচারের নাম ‘তুলাভরম’। কেরলের বিভিন্ন মন্দিরে এই রীতি পালন চলছিল৷ সেই অনুযায়ী দাঁড়িপাল্লায় বসেছিলেন শশী থারুর৷ আচমকাই লোহার শিকল ছিঁড়ে পড়ে যান শশী থারুর৷ মাথায় গুরুতর আঘাত পান তিনি৷ তড়িঘড়ি স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ মাথায় ছ’টি সেলাইও পড়েছে তাঁর৷ যদিও চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত সংকটমুক্ত  কংগ্রেস নেতা

Advertisement

[ আরও পড়ুন: কী আছে মোদির হেলিকপ্টার থেকে নামা কালো বাক্সে? প্রশ্ন তুলে কমিশনে কংগ্রেস]

রাষ্ট্রসংঘে দীর্ঘ কর্মজীবন শেষে ভারতে ফেরেন শশী থারুর৷ ২০০৯ সালে তিনি লোকসভার প্রতিনিধি হিসাবে নির্বাচিত হন। লোকসভা নির্বাচনে তিরুবনন্তপুরম কেন্দ্র থেকে হ্যাট্রিকের অপেক্ষা করছেন শশী থারুর। তাঁর বিপক্ষে ভোট দাঁড়িয়েছেন বিজেপির কুম্মানাম রাজাশেখরণ এবং সিপিএমের এলডিএফ প্রতিনিধি সি দিবাকরণ। জনপ্রিয়তার নিরিখে শশী থারুরের হ্যাটট্রিক হবে কি না, তা তো মাস খানেক পরই বোঝা যাবে৷ তবে তার আগে তাঁর এই অসুস্থতায় প্রচারে খানিকটা পিছিয়ে পড়ার আশঙ্কা দলের কর্মী, সমর্থকদের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ