Advertisement
Advertisement
PM Modi

‘বাটলা হাউস এনকাউন্টারে জঙ্গিদের জন্য কাঁদেন সোনিয়া’, মহারাষ্ট্রে তোপ মোদির

সোনিয়া বিজেপিকে খোঁচা দিতেই তাঁকে তোপ প্রধানমন্ত্রীর।

Sonia Gandhi cried for terrorists over Batla House encounter, says PM Modi
Published by: Biswadip Dey
  • Posted:May 7, 2024 7:46 pm
  • Updated:May 7, 2024 7:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ থেকে প্রায় ষোলো বছর আগে গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল বাটলা হাউসের (Batla House) শ্যুট আউটের ঘটনা। ২০২৪ সালের লোকসভা নির্বাচন চলাকালীন সেই ইস্যুকেও হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বাটলা হাউস এনকাউন্টারের সময় জঙ্গিদের জন্য কেঁদেছিলেন!

প্রসঙ্গত, জামিয়া নগরে জঙ্গিদমনে নেমেছিল দিল্লি পুলিশ। যার পোশাকি নাম ছিল ‘অপারেশন বাটলা হাউস’। সেই অভিযানে খতম হয়েছিল ইন্ডিয়ান মুজাহিদিনের দুই জঙ্গি আরিফ আমিন এবং মহম্মদ সাজিদ। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল মহম্মদ সইফ এবং জিশানকে। সেই এনকাউন্টারের প্রসঙ্গ তুলে এনেই মহারাষ্ট্রের (Maharashtra) বীরে অনুষ্ঠিত এক জনসভায় তোপ দাগলেন সোনিয়া তথা কংগ্রেসকে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ছাদে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার মহিলার দেহ! যোগীরাজ্যে চাঞ্চল্য]

পাশাপাশি মহারাষ্ট্রের এনসিপি ও শিব সেনার ভাঙন প্রসঙ্গেও মোদি খোঁচা দিলেন কংগ্রেসকে (Congress)। তাঁর কথায়, ”আসল ন্যাশনাল কংগ্রেস পার্টি বিজেপির সঙ্গে রয়েছে। আসল ‘জাতীয়তাবাদী’ শিব সেনাও বিজেপিরই পাশে। তাহলে কংগ্রেসের সঙ্গে কারা? নকল শিব সেনা, নকল ন্যাশনাল কংগ্রেস পার্টি। আর তারা কী করছে? ভুয়ো প্রতিশ্রুতি ও ভুয়ো ভিডিও প্রকাশ করেছে। কংগ্রেসের তো এটাই অভ্যাস, কাজ কোরো না, করতেও দিও না।” প্রসঙ্গত, সোনিয়া গান্ধী এক জনসভায় বিজেপিকে তোপ দেগে বলেছেন, ”যে কোনও মূল্যে ওরা ক্ষমতা ধরে রাখার দিকেই ফোকাস ওদের। রাজনৈতিক ফায়দা তুলতে ঘৃণা ছড়ায়।” তার পরই তাঁকে খোঁচা দিলেন মোদি (PM Modi)।

Advertisement

[আরও পড়ুন: টাইটানের শেয়ারে বিরাট ধসের জের, একদিনে ৮০০ কোটি খোয়ালেন রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ