Advertisement
Advertisement

সবরীমালা রায়ে পুনর্বিবেচনার আরজিতে শুনানি নয়, জানাল সুপ্রিম কোর্ট

সবরীমালা, মসজিদে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে আলোচনা ১৭ জানুয়ারি।

Supreme Court not to hear review petition on Sabarimala
Published by: Monishankar Choudhury
  • Posted:January 13, 2020 2:29 pm
  • Updated:January 13, 2020 3:04 pm

দীপাঞ্জন মণ্ডল, নয়াদিল্লি: সবরীমালা রায়ে পুনর্বিবেচনার আরজিতে শুনানি নয়। সোমবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। তবে, প্রধান বিচারপতির নেতৃত্বে নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ সাফ জানিয়েছে,  শীর্ষ আদালতের পূর্বতন পাঁচ সদস্যের বেঞ্চ যে বিষয়গুলি তুলে ধরেছিল তা নিয়ে আলোচনা হবে। 

এদিন, প্রধান বিচারপতি এস এ বোবদের সাংবিধানিক বেঞ্চে সবরীমালা-সহ বিভিন্ন ধর্মীয় স্থলে মহিলাদের প্রতি বৈষম্যের একাধিক মামলার শুনানি হয়। ‘বিশ্বাস বনাম অধিকার’ বিতর্কে শুনানি শেষে, সমস্ত সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীদের নিয়ে জানুয়ারি ১৭ তারিখে বৈঠক করার জন্য সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে নির্দেশ দেন প্রধান বিচারপতি। ওই বৈঠকে হিন্দু, মুসলিম, পারসি ও দাউদি বহোরা  সম্প্রদায়ের ধর্মস্থলে মহিলাদের প্রবেশ সংক্রান্ত আলোচ্য বিষয়গুলি স্থির করারও নির্দেশ দেওয়া হয়। এই সমস্ত আলোচনার শেষে নির্দিষ্ট বিষয় স্থির করার জন্য সব পক্ষকে তিন সপ্তাহের সময় দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

উল্লেখ্য, কয়েক শতাব্দী ধরে চলে আসা প্রথা অনুযায়ী সবরীমালা মন্দিরে রজঃস্বলা মহিলাদের (১০-৫০ বছরের) প্রবেশাধিকার ছিল না৷ কিন্তু গতবছর সুপ্রিম কোর্ট জানায় এই প্রথা লিঙ্গবৈষম্যকে সমর্থন করে৷ শীর্ষ আদালত তার রায়ে মহিলাদের মন্দিরে প্রবেশাধিকারের অনুমতি দেয়। সেই রায় পুনর্বিবেচনার দাবিতে একাধিক আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে৷ ১৪ নভেম্বর শীর্ষ আদালতের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ আবেদনগুলি ৭ সদস্যের বেঞ্চে পাঠিয়ে দেয়৷ তারপর তা পাঠিয়ে দেওয়া হয় নয় সদস্যের বেঞ্চে। এর আগে ঐতিহাসিক রায়টি দিয়ে তৎকালীন বিচারপতি রঞ্জন গগৈ বলেছিলেন, “‘মহিলাদের কেন সবরীমালায় প্রবেশাধিকার দেওয়া হবে না তা বৃহত্তর বিতর্কের অন্তর্ভুক্ত, যার মধ্যে মুসলিম মহিলাদের মসজিদে ও পার্সি মহিলাদের উপাসনাস্থলে প্রবেশাধিকারের বিষয়টিও রয়েছে।

[আরও পড়ুন: কাশী বিশ্বনাথ মন্দিরে এবার পোশাক-বিধি, পরা যাবে না পশ্চিমী জামাকাপড়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement