Advertisement
Advertisement

Breaking News

TATA

টাটার সঙ্গে হাত মিলিয়ে ভারতেই চপার বানাবে এয়ারবাস, ম্যাক্রোঁর সফরে ‘মেক ইন ইন্ডিয়া’র জয়জয়কার

উৎপাদন শুরু হলে বিপুল কর্মসংস্থানের সুযোগ। এবার ভারতেই তৈরি হবে চপার। এয়ারবাস এবং টাটা গোষ্ঠী যৌথভাবে তৈরি করবে কপ্টার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরকালে এই ঘোষণা করেছে বিদেশমন্ত্রক।

TATA and airbus will produce chopper together | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 26, 2024 4:20 pm
  • Updated:January 26, 2024 5:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভারতেই তৈরি হবে চপার। এয়ারবাস এবং টাটা গোষ্ঠী যৌথভাবে তৈরি করবে কপ্টার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরকালে এই ঘোষণা করেছে বিদেশমন্ত্রক। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে দ্রুত শুরু হবে হেলিকপ্টার উৎপাদন। আর এই উৎপাদন শুরু হলে বিপুল কর্মসংস্থান হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

শুক্রবার বিদেশ সচিব বিনয়মোহন কোয়াত্রা জানিয়েছেন, দুদেশ যৌথভাবে প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চুক্তি স্বাক্ষর করেছে। যৌথভাবে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, চিকিৎসা গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে বিদেশ সচিব বলেন, “এইচ১২৫ হেলিকপ্টার তৈরি হবে ভারতে। ফ্রান্সের বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস ও টাটা গোষ্ঠী যৌথ উদ্যোগে উৎপাদন শুরু করবে। দেশীয় যন্ত্রাংশের সাহায্যেই তৈরি হবে চপার।” এই কপ্টারগুলি বাণিজ্যিক কারণে ব্যবহৃত হবে। 

Advertisement

[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে ইন্দিরা গান্ধীর স্মৃতি ফেরালেন রাষ্ট্রপতি মুর্মু, বাঁধনি পাগড়িতে সাজ মোদির]

উল্লেখ্য, ইতিমধ্যে দুই সংস্থার মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। টাটাগোষ্ঠী ইতিমধ্য়ে জানিয়েছে, বাণিজ্য়িক বিমান এ৩৫০ এবং এ৩২০ তৈরি করবে। পাশাপাশি এগুলি বানানোর উপকরণ সরবরাহ করবে। এমনকী, বায়ুসেনার সি২৯৫ এয়ার ক্রাফটের বিভিন্ন যন্ত্রাংশ একত্রিত করে। এর পাশাপাশি নতুন চুক্তি চূড়ান্ত হওয়ায় ফ্রান্স-ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

রুশ নির্ভরতা কাটিয়ে ক্রমশ প্রাশ্চাত্যের ফ্রান্স-সহ একাধিক দেশের উপর আস্থা রাখছে নয়াদিল্লি। ইতিমধ্য়ে ফ্রান্স থেকে ৩৬টি রাফালে কেনা হয়েছে। নয়া এই চুক্তির ফলে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্ক আরও মজবুত হবে।

[আরও পড়ুন: হিংসা ভুলিয়ে বিকাশের বার্তা, সাধারণতন্ত্র দিবসে নজর কাড়ল মণিপুরের ট্যাবলো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ