Advertisement
Advertisement

Breaking News

Lalu Prasad Yadav

‘যিনিই প্রধানমন্ত্রী হোন না কেন, স্ত্রী যেন অবশ্যই থাকে’, ইঙ্গিতে মোদিকে খোঁচা লালুর

কয়েকদিন আগেই রাহুল গান্ধীকে বিয়ের পরামর্শ দিয়েছিলেন লালু।

Published by: Monishankar Choudhury
  • Posted:July 6, 2023 7:21 pm
  • Updated:July 6, 2023 7:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই রাহুল গান্ধীকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন তিনি। এবার তাঁর মন্তব্য, যিনিই প্রধানমন্ত্রী হোন না কেন, তাঁর যেন স্ত্রী অবশ্যই থাকে। রাজধানী দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইঙ্গিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই খোঁচা দিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব।

মেডিক্যাল চেকআপের জন্য এদিন দিল্লি আসেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানেই সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রশ্নের জবাবে লালু বলেন, “যিনিই প্রধানমন্ত্রী হোন না কেন, তাঁর যেন স্ত্রী অবশ্যই থাকে। অর্ধাঙ্গিনী ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা উচিত নয়।” অনেকেই মনে করছেন আসলে প্রধানমন্ত্রী মোদিকেই খোঁচা দিয়েছেন পশুখাদ্য কেলেঙ্কারির অন্যতম পাণ্ডা।

Advertisement

গত জুন মাসে, লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) বিরোধীদের রণকৌশল ঠিক করতে পাটনায় (Patna) ১৭ বিরোধী দলের বৈঠক হয়। সেখানে বহুদিন পরে জাতীয় রাজনীতির পরিসরে প্রকাশ্যে দেখা যায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav)। আরজেডি সুপ্রিমো কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) পিতৃসুলভ পরামর্শ দেন। আর সেই পরামর্শ ছিল গাঁটছড়া বাঁধার।

Advertisement

[আরও পড়ুন: ‘বাহুবলী’ শরদকে পিছন থেকে আঘাত ‘কাটাপ্পা’ অজিতের! এনসিপির পোস্টার ঘিরে শোরগোল]

বলে রাখা ভাল, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে হাত মিলিয়েছে কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস-সহ ১৭টি দল। আগামী ১৭ জুলাই বেঙ্গালুরুতে মহাজোটের দ্বিতীয় বৈঠকের কথা ঘোষণা করেছেন শরদ পওয়ার (Sharad Pawar)।

আগামী ২০ তারিখ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ১১ আগস্ট শেষ হবে। সংসদের অধিবেশনে আমলাদের নিয়োগ ও বদলি নিয়ে দিল্লি সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া সংক্রান্ত কেন্দ্রের অর্ডিন্যান্স (Ordinance) পেশ হওয়ার সম্ভাবনা। আর তাতে আপ (AAP) নেতৃত্ব অর্থাৎ কেজরিওয়ালের দলের পাশে কোন কোন বিরোধী দল দাঁড়ায়, তা দেখে বিরোধী ঐক্যের একটা প্রাথমিক পরীক্ষা হয়ে যাবে।

[আরও পড়ুন: ‘খ্রিস্টান’ প্রার্থনা সংগীত কেন? স্কুলের প্রিন্সিপালকে মার হিন্দুত্ববাদীদের, ভাইরাল হেনস্তার ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ