Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

ভয়েস স্যাম্পেল টেস্ট হোক! ‘খলিস্তানি’ ইস্যুতে শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের

কবে সন্দেশখালি যাবেন? জবাব দিলেন অভিষেক।

Abhishek Banerjee slams Suvendu Adhikari in khalistani issue | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 25, 2024 7:14 pm
  • Updated:February 25, 2024 7:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি নিয়ে রাজনীতি করছে বিজেপি। লাইমলাইটে থাকতে বিরোধী শিবিরের নেতারা এক-একদিন এক-একজন করে পৌঁছে যাচ্ছেন সেখানে। এভাবেই বিরোধীদের দিকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ বলা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তোপ দাগেন তিনি।

আগামী ৬ মার্চ বারাসতে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সফরেই সন্দেশখালির মহিলাদের সঙ্গে দেখা করতে পারেন মোদি বলে জানা গিয়েছিল। কিন্তু নারী দিবসকে মাথায় রেখে ৬-এর বদলে ৮ তারিখ আসছেন মোদি। খবর এমনটাই। যা নিয়ে রবিবার মহেশতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করতে ছাড়লেন না অভিষেক। বলে দেন, “প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। আট তারিখ আসছি, ইস্যু যেন বেঁচে থাকে। আসলে সন্দেশখালিতে এখন লাইমলাইট আছে, তাই বিরোধী দলের নেতারা বার বার ছুটছে। একসঙ্গেও না। এক-একজন এক-একবার যাচ্ছেন।” তিনি আরও বলেন, লোকসভা ভোট আসছে বলে আবার দিল্লির নেতাদের বাংলায় আগমন ঘটতে চলেছে। ভোটের পর কিন্তু আর তাঁদের খুঁজে পাওয়া যায় না।

Advertisement

[আরও পড়ুন: ‘তৃণমূল নয়, শাহজাহানকে আড়াল করছে বিচারব্যবস্থাই’, দাবি অভিষেকের]

কবে সন্দেশখালি যাবেন অভিষেক? উত্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, পরিস্থিতি ঠিক হোক। ধর্মে-ধর্মে বিভেদ তৈরি করার রাজনীতি বন্ধ হোক। তাছাড়া আগামী ১০ তারিখ তৃণমূলের ব্রিগেডও রয়েছে। ব্রিগেড হয়ে গেলে যাবেন। সভাও হবে।

Advertisement

এর পরই ‘খলিস্তানি’ ইস্যুতে শুভেন্দুকে একহাত নেন অভিষেক। বিরোধী দলনেতার দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “ওঁর কথার কোনও ঠিক নেই। সকালে যা বলেন বিকেলে ঠিক থাকে না। উনি তো বলেছিলেন সুপ্রতিম সরকারের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্য়ে ব্যবস্থা নেব। ৭২ ঘণ্টা কেটে গিয়েছে। কই, কোনও ব্যবস্থা নিলেন না তো। কারণ উনি একজন শিখ, কর্তব্যরত পাগড়ি পরা আইপিএস অফিসারকে খলিস্তানি বলেছেন। ওঁর ভয়েস স্যাম্পেল টেস্ট হোক। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আসলে ওনার কথার ভ্যালু নেই। ওঁর রাজনীতি ইডি-সিবিআই-হাই কোর্ট কেন্দ্রিক।” 

[আরও পড়ুন: নজরে নারী দিবস, বারাসতে প্রধানমন্ত্রী মোদির সভার দিন বদল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ