Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

এখন প্রত্যাহার, অক্টোবরের শেষের মধ্যে কেন্দ্রের উত্তর না মিললে ফের ধরনায় বসব: অভিষেক

দলনেত্রী ও বর্ষীয়ান নেতৃত্বের অনুরোধে আপাতত ধরনা প্রত্যাহার করছেন।

Abhishek Banerjee will again stage a Dharna if Modi Govt does not reply | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:October 9, 2023 6:48 pm
  • Updated:October 9, 2023 7:22 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আপাতত ধরনা প্রত্যাহার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে কেন্দ্র দাবি না মানলে ১ নভেম্বর থেকে ফের ধরনায় বসবে তৃণমূল। ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে ‘ডেডলাইন’ বেঁধে দিয়েছেন তিনি। ১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকা কবে ছাড়বে কেন্দ্র, তা জানানোর সময় বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

রাজভবন থেকে বেরিয়ে সোজা ধরনা মঞ্চে চলে এসেছিলেন অভিষেক। সেখান থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের বর্ষীয়ান নেতৃত্বের সঙ্গে কথা বলেন তিনি। তাঁরা সকলেই ধরনা প্রত্যাহারের পরামর্শ দিয়েছিলেন। তাঁদের কথায়, রাজ্যপাল সৌজন্য দেখিয়েছেন, পালটা তাঁকেও সৌজন্য দেখানোর পথে হাঁটুক তৃণমূল। সেই পরামর্শ মেনে নিয়েছেন তৃণমূল সাংসদ। 

Advertisement

[আরও পড়ুন: চারদিন পর অবশেষে অভিষেকের ধরনামঞ্চে হাজির তারকা-সাংসদ দেব]

এদিন অভিষেক বলেন, “রাজ্যপালকে আমি বলি আপনি ১ সপ্তাহ সময় নিন, ২ সপ্তাহ সময় নিন। কেন্দ্রের কাছে জানুন কেন টাকা বন্ধ। টাকা আটকে রাখতে পারেন না। আমরা সৌজন্য রক্ষা করেছি। ২ বছর সময় দিয়েছি। ২ সপ্তাহ আরও সময় দেব। আমাদের জানতে হবে, লিখিত চাই কোন আইনে টাকা আটকে।” তিনি আরও বলেন, “রাজ্যপাল কথা দিয়েছে ২ সপ্তাহ নয়, ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের জবাব জানাব। ইতিমধ্যে উনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আশা করছি, এর একটা বিহিত উনি করবেন।”

Advertisement

কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোভন দেবরা ধরনা তুলে নেওয়ার আবেদন জানান। দলনেত্রীর সঙ্গেও আলোচনা করেন অভিষেক। এর পর তিনি বলেন, “আমি ২৪ ঘন্টা আরও অপেক্ষা করতে পারতাম। কিন্তু নেতৃত্ব বলেছে যেহেতু রাজ্যপাল সৌজন্য দেখিয়েছেন, আমাদেরও পাল্টা সৌজন্য দেখানো উচিত। রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা মনে রেখে এই ধরনা প্রত্যাহার করে নিচ্ছি।” এর পরই কেন্দ্রকে সময় বেঁধে দেন অভিষেক। বলেন, “২ সপ্তাহ পর নবমী। তার পর দশমী, লক্ষ্মীপুজো শোভাযাত্রা। ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। তার মধ্যে জবাব না এলে আবার ১ নভেম্বর থেকে আন্দোলন চলবে যতদিন না টাকা আসছে। একটা মানুষকে আমরা ভাতে মরতে দেব না।” 

[আরও পড়ুন: ‘বঞ্চনা’ নিয়ে রাজ্যপাল-অভিষেক বৈঠক শেষ, কী বলছে রাজভবন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ