Advertisement
Advertisement

Breaking News

Dead Jadavpur University student's family

যাদবপুরে নিহত পড়ুয়ার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, সদ্য সন্তানহারা মাকে চাকরি দেওয়ার আশ্বাস

সদ্য সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে নবান্নে দেখা হয় মুখ্যমন্ত্রীর। 

CM Mamata Banerjee assures justice to dead Jadavpur University student's family । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 4, 2023 5:23 pm
  • Updated:September 4, 2023 7:26 pm

গৌতম ব্রহ্ম: যাদবপুরে নিহত পড়ুয়ার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের মাকে চাকরি এবং ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেন তিনি। সোমবার সদ্য সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে নবান্নে দেখা হয় মুখ্যমন্ত্রীর। 

সোমবার যাদবপুরের নিহত পড়ুয়ার বাবা-মায়ের সঙ্গে নবান্নে দেখা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের। ছেলের অকাল মৃত্যুর শোক এখনও টাটকা। কান্নায় ভেঙে পড়েন শোকস্তব্ধ অভিভাবকেরা। তবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান দু’জনেই। নবান্ন সূত্রে খবর, নিহত ছাত্রের স্মৃতিতে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ করা হবে। হাসপাতালে বসানো হবে তার মূর্তি।
নিহত পড়ুয়ার মাকে চাকরির আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বাড়ির কাছেই দেওয়া হবে চাকরি। নিহতের ছোট ভাইয়ের পড়াশোনার খরচ দেবে রাজ্য সরকার।

Advertisement

Mamata Banerjee

Advertisement

[আরও পড়ুন: হাই কোর্টে স্বস্তি, ধর্ষণের অভিযোগের মামলায় শর্তসাপেক্ষে জামিন নওশাদ সিদ্দিকির]

গত ৯ আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে রহস্যমৃত্যু হয় ওই ছাত্রের। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পুলিশের অনুমান, ব়্যাগিংয়েই মৃত্যু হয়েছে ওই নাবালক পড়ুয়ার। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিকবার রিপোর্ট তলব করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। সন্তানহারা বাবা-মা এদিন নির্ধারিত সময়ের আগেই নবান্নে পৌঁছন। তাঁদের সঙ্গে ছিলেন সরকারি আধিকারিকও। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন তাঁরা।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: রাজ্যপাল গোপাল ভাঁড়! নাম না করে সিভি আনন্দ বোসকে বেনজির আক্রমণ ব্রাত্যর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ