Advertisement
Advertisement
Rajya Sabha Election

পঞ্চায়েত মিটলেই ফের ভোট বাংলায়, জুলাইয়ের শেষে রাজ্যসভার ৭ আসনে নির্বাচন

একইদিনে গোয়ার ১ ও গুজরাটের ৩ রাজ্যসভা আসনেও ভোট হবে।

Election will be held in 7 Rajya Sabha Seats of Bengal on 24 July | Sangbad Pratidin

একইদিনে গোয়ার ১ ও গুজরাটের ৩ রাজ্যসভা আসনেও ভোট হবে।

Published by: Paramita Paul
  • Posted:June 27, 2023 6:00 pm
  • Updated:June 27, 2023 7:08 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: রাজ্যের ফের ভোটের ডঙ্কা। পঞ্চায়েত নির্বাচন মিটলেই রাজ্যসভার ৭ আসনে ভোট (Rajya Sabha Election)। এর মধ্যে একটি আসনে উপনির্বাচন হবে। জুলাই মাসের ২৪ তারিখে ভোটগ্রহণ। শুধু বাংলা নয়, একইদিনে গোয়ার ১ ও গুজরাটের ৩ রাজ্যসভা আসনেও ভোট হবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।

জুলাই মাসে বাংলা থেকে রাজ্যসভার ৬ আসন ফাঁকা হচ্ছে। এর মধ্যে রয়েছে ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী এবং সুখেন্দুশেখর রায়ের আসন। এদিকে গোয়ার লুইজিনহো ফেলেইরো পদত্যাগ করায় তাঁর আসনটিও ফাঁকা রয়েছে। সেই আসনটিও এবার পূর্ণ হবে। হবে উপনির্বাচন। ভোটের অঙ্ক বলছে, ৭টি আসনের মধ্যে ৬টি থাকবে তৃণমূলের। কংগ্রেসের দখলে থাকা প্রদীপ ভট্টাচার্যের আসনটি যাবে বিজেপির দখলে।

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় সেনায় লুকিয়ে পাক নাগরিক? সিআইডির সঙ্গে তদন্তে সিবিআইও, নির্দেশ হাই কোর্টের]

তৃণমূল সূত্রে খবর, অধিকাংশ আসনেই পুরনোদেরই মনোনীত করা হবে। তবে একটি আসনে হয়তো মুখ বদলাতে পারে বলেও অসমর্থিত সূত্রের খবর। সেক্ষেত্রে নতুন মুখ কে হবে তা অবশ্য পঞ্চায়েত ভোটের পরই সিদ্ধান্ত নেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এদিকে গোয়ার লুইজিনহোর বদলে কাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল সেদিকেও নজর রাকা হবে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভিনরাজ্যের কাউকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়  কি না সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। এদিকে বঙ্গ বিজেপি কাকে মনোনয়ন দেয় তা নিয়েও দ্বন্দ্ব থাকছে। ওয়াকিবহাল মহলের ধারনা, বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে মিঠুন চক্রবর্তীকে মাঠে নামিয়েছে গেরুয়া শিবির। তাঁকেও রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপি। 

Advertisement

[আরও পড়ুন: ধূলিসাৎ সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি, ধ্বংসস্তূপের ছবি দেখে মনখারাপ নেটিজেনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ