Advertisement
Advertisement
তাপমাত্রা

গরম থেকে রেহাই! বিকেলেই বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা ও শহরতলি

জেনে নিন বৃষ্টি হবে কোথায় কোথায়।

It may rain and storm in kolkata and adjoining areas in afternoon
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 25, 2019 5:25 pm
  • Updated:May 25, 2019 5:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভ্যাপসা গরম কাটিয়ে এবার বৃষ্টিতে ভিজবে জেলা। তেমনই আভাস দিল আলিপুর হাওয়া অফিস।  শুক্রবার বিকেল থেকেই মেঘলা ছিল আকাশ। রাতের দিকে হালকা বৃষ্টিও হয়েছে শহরের বিভিন্ন এলাকায়। তার রেশ রয়েছে শনিবার সকালেও। এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শনিবারও বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। নামতে পারে তাপমাত্রার পারদ।       

[আরও পড়ুন: ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত, বাঁকুড়ায় তৃণমূল কার্যালয় দখল বিজেপির]

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার বিকেলের মধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলা, মূলত পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ তবে, কলকাতায় বৃষ্টি হবে কি না, সে বিষয়ে কোনও আভাস পাওয়া যায়নি। যদিও শুক্রবার রাতেই কলকাতার বেশকিছু অংশে বৃষ্টিপাত হয়েছে। তবে তাতে তাপমাত্রার নিম্নমুখী হয়নি, বরং বেড়েছে গরম। তাই বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী।     

Advertisement

[আরও পড়ুন: ভোটে জিতে এলাকায় ‘দাদাগিরি’! বিজেপি নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মার]

Advertisement

প্রসঙ্গত, মরশুমের শুরু থেকেই এবছর দাপটের সঙ্গে ব্যাটিং করছে গ্রীষ্ম৷ ক্রমশই উর্ধ্বমূখী হয়েছে তাপমাত্রা। এপ্রিলের শুরুতেই ৪০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করেছে তাপমাত্রার পারদ৷ সকাল থেকেই চড়া হয়েছে রোদ৷ বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গলদঘর্ম অবস্থা আমজনতার৷ আবহাওয়ার এই খামখেয়ালিপনার কারণে সময়ের আগেই গ্রীষ্মের ছুটি দিয়ে দেওয়া হয় স্কুলগুলিতে। পথে বেরিয়ে গন্তব্যে পৌঁছাতে নাজেহাল হতে হয়েছে সকলকে। তারই মাঝে এই বৃষ্টির পূর্বাভাস পেয়ে খুশি রাজ্যবাসী। প্রসঙ্গত, চলতি বছর ৪ জুন কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার কথা। সবকিছু ঠিকঠাক থাকলে কেরলে ঢোকার সাতদিন পরে এ রাজ্যে ঢোকার কথা বর্ষার। এখন সেদিকে তাকিয়েই আবহাওয়াবিদ থেকে আম আদমি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ