Advertisement
Advertisement

Breaking News

CPM

মরিচঝাঁপির কলঙ্ক নিয়েও ‘ইজরায়েলি গণহত্যা’য় কলকাতায় গলা ফাটাচ্ছে বামেরা

প্রশ্ন উঠছে, প্যালেস্টাইন ও হামাস যে এক নয়, কেন বলছে না বামেরা।

Left Party protest against Israeli aggression and genocide in Palestine | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 8, 2023 2:05 pm
  • Updated:November 8, 2023 2:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল: বুধবার শহরে বামেদের মিছিল। ‘প্যালেস্টাইনে (Palestine) ইজরায়েলের (Israel) সাম্রাজ্যবাদী আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে’র ডাক দিয়েছে সিপিএম-সহ (CPM) একাধিক বাম সংগঠন। যদিও মিছিলের ডাক দিয়ে কটাক্ষের মুখে বাম দলগুলি। প্রশ্ন উঠছে, মরিচঝাঁপি, সিঙ্গুর-নন্দিগ্রামের মতো ঘটনায় কাঠগড়ায় ওঠা বামেরা কোন মুখে ‘গণহত্যা’র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন।

৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর শুরু হয় ধুন্ধুমার ইজরায়েল-হামাস যুদ্ধ। যার জেরে প্যালেস্টাইন এবং ইজরায়েলের হাজার দশেক মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। যুদ্ধের বলি শিশুরাও। যে ঘটনায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। সিপিএম-সহ বাম দলগুলির দাবি, প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে ইজরায়েল বাহিনী। এর প্রতিবাদেই বুধবার মহাজাতি সদন জমায়েত করে মিছিল শুরু করেছে বামেরা। তাদের দাবি, ১) গাজায় ইজরায়েলের গণহত্যা বন্ধ করতে হবে। ২) অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এবং ৩) গাজায় পর্যাপ্ত মানবিক ও জীবনদায়ী সাহায্য পাঠাতে হবে।

Advertisement

[আরও পড়ুন: Cricket World Cup 2023: ইডেনে জাতীয় পতাকার অবমাননা! রেগে আগুন গাভাসকর, দেখুন ভিডিও]

মুখে যুদ্ধবিরতির কথা বললেও হামাস জঙ্গি সংগঠন এবং প্যালেস্টাইনের সাধারণ নাগরিক যে এক না, সেকথা জনতার সামনে খোলসা করছে না বামেরা। সিপিএম এবং সঙ্গী দলগুলির লোক দেখানো প্রতিবাদে আসলে সংখ্যালঘু ভোটব্যাঙ্কের রাজনীতি, এমন কটুবাক্যই শুনতে হচ্ছে বাম নেতাদের। প্রশ্ন উঠছে, মরিচঝাঁপি, বিজন সেতু, কেশপুর-গড়বেতা কিংবা সিঙ্গুর-নন্দিগ্রামের মতো গণহত্যায় যারা কলঙ্কিত, তারা কী করে প্যালেস্টাইনে ইজরায়েলের ‘গণহত্যা’ নিয়ে প্রশ্ন তোলে।

Advertisement

[আরও পড়ুন: ফের নিম্নচাপের ভ্রুকুটি! কালীপুজো-ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ