১২ জ্যৈষ্ঠ  ১৪২৬  সোমবার ২৭ মে ২০১৯ 

Menu Logo নির্বাচন ‘১৯ দেশের রায় LIVE রাজ্যের ফলাফল LIVE বিধানসভা নির্বাচনের রায় মহানগর রাজ্য দেশ ওপার বাংলা বিদেশ খেলা বিনোদন লাইফস্টাইল এছাড়াও ফটো গ্যালারি ভিডিও গ্যালারি ই-পেপার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যপ্রাণ বাঁচান, প্রজাতির যত্ন করুন, বিশ্বকে সুন্দর রাখুন৷ এই বার্তা নিয়েই প্রকৃতি দিবসে পোস্টার আঁকল স্কুল পড়ুয়ারা৷ ছোটদের কাঁচা হাতের কাজ হলেও, সেসব ছবিতে ছিল অন্তরের ছোঁয়া৷ যে অন্তর পশুপ্রেমী, প্রকৃতিপ্রেমী৷

কোনও পাতায় অনভিজ্ঞ হাতের রেখায় ফুটে উঠেছে এক শরীরে তিন প্রাণীর অবয়ব৷ কোথাও আবার হলুদ-কালো ডোরাকাটা বাঘ৷ ছবির সঙ্গে সতর্কতা প্রচারমূলক কিছু লেখা৷ স্যাংচুয়ারি এশিয়া, শের এবং কিডস ফর টাইগারসের তরফে সোমবার প্রকৃতি দিবস উদযাপন করল এভাবেই৷ শামিল হয়েছিল বেহালার এমপি বিড়লা স্কুলের পড়ুয়ারাও৷ মূল উদ্যোক্তা রাজ্যের বন্যপ্রাণ সংরক্ষণ বোর্ডের সদস্য এবং ‘শের’ সংগঠনের প্রতিষ্ঠাতা জয়দীপ কুণ্ডু৷ বিকেল ৩টে থেকে হওয়ার পোস্টার তৈরি অনুষ্ঠানে অংশ নিয়েছে প্রায় ৭৭০ জন ছাত্রছাত্রী৷ একেকজন একেকরকম ভাবে ভাবনাচিন্তা করে তৈরি করেছে পোস্টার৷

[আরও পড়ুন : বিশ্ব বাংলার গেটের নিচে ডিজিটাল স্পেস, শহরে নতুন চমক]

জয়দীপ কুণ্ডু বলছেন, ‘যে যাই এঁকে থাকুক, বার্তা খুব স্পষ্ট৷ প্রকৃতির অস্তিত্ব তার নিজের জন্য নয়৷ বরং প্রকৃতিক সদস্যদের পরস্পরের জীবন পরস্পরের উপর নির্ভরশীল৷ নদী যেমন আশেপাশের জমিকে সজল, সতেজ করতে করতে বয়ে যায়, গাছ যেমন প্রাণিকূলকে অক্সিজেন জোগানোর জন্য বেঁচে থাকে, ঠিক সেভাবেই প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য বন্যপ্রাণের অস্তিত্ব জরুরি৷ বাঘ, হাতি, গণ্ডাররা প্রকৃতি বন্ধু৷’ কিন্তু ইদানিং গহন অরণ্যে থাকা এসব জীবজন্তুর সংখ্যা কমছে নগরায়ণের দাপটে৷ বাসস্থান হারাচ্ছে চারপেয়ের দল৷ ২০১৯এর প্রকৃতি দিবসে আমরা যেন তাদের জন্য জায়গা করে দিই৷ এই আবেদন নিয়েই মনের মতো পোস্টার আঁকল বাচ্চারা৷ শুধু জঙ্গলের বাসিন্দারাই বা কেন? নিজেদের চারপাশের গাছ, পাখি, ফুল-এদের যত্নও তো নিতে পারি৷ সেই বার্তাই রয়েছে খুদেদের ছবির পাশে৷

[আরও পড়ুন : ‘বাংলায় পদ্ম ফুটছেই’, কলকাতায় এসে দাবি আত্মবিশ্বাসী অমিত শাহর]

যে কটি বন্যপ্রাণ প্রজাতি ঝুঁকির মুখে, তার মধ্যে অন্যতম বাংলার গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার৷ বিভিন্ন কারণে সংখ্যা কমছে৷ যারা রয়েছে, তাদেরও জীবন বিপন্ন৷ এমপি বিড়লার ছোট পড়ুয়াদের আবেদন, মানুষ যেমন নিজের জায়গা সুরক্ষিত রাখতে তৎপর, তেমনই বন্যপ্রাণীদের থাকার নিরাপদ, যথাযথ পরিবেশও দরকার৷ আর বাঘ, গণ্ডার, পাখির মতো প্রকৃতির আরেক দল সদস্যের জন্য যেন আমরাই সাহায্যের হাত বাড়িয়ে দিই৷ নাহলে প্রতিবারের মতো এবারও ব্যর্থ হবে প্রকৃতি দিবস উদযাপন৷

drawing

আরও পড়ুন

আরও পড়ুন

ট্রেন্ডিং