Advertisement
Advertisement

Breaking News

Ration scam:

রেশন দুর্নীতি মামলায় পুলিশি তদন্তে স্থগিতাদেশ! কেস ডায়েরি তলব হাই কোর্টের

আপাতত সিবিআই তদন্ত নয়!

Ration scam: HC halts Police probe in one case | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 5, 2024 6:57 pm
  • Updated:February 5, 2024 6:57 pm

গোবিন্দ রায়: রেশন দুর্নীতি মামলায় পুলিশি তদন্তে স্থগিতাদেশ দিল হাই কোর্ট। নিম্ন আদালতেও চালানো যাবে না রেশন দুর্নীতি মামলার শুনানি। সোমবার স্পষ্ট করে জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। একইসঙ্গে কেস ডায়েরিও তলব করেছেন তিনি। রেশন কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত চেয়েছিল ইডি। আবেদনের উপর সার্বিক স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। শুধুমাত্র বালিগঞ্জ থানায় দায়ের করা বিচার প্রক্রিয়ার উপর অন্তবর্তী স্থগিতাদেশ পেয়েছে রাজ্য। 

এদিন রেশন দুর্নীতি মামলার শুনানি ছিল হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। আগামী ৫ মার্চ পর্যন্ত এই মামলাগুলির শুনানি চলাকালীন পুলিশি তদন্তে স্থগিতাদেশ দিয়েছেন তিনি। বিচারপতির কথায়, রেশন দুর্নীতিতে যদি এখনও পুলিশি তদন্ত চলে তবে তা এখন স্থগিত থাকবে। উল্লেখ্য, রেশন দুর্নীতি সংক্রান্ত কলকাতায় ৬টি মামলা দায়ের হয়েছিল। যার তদন্ত করছে রাজ্য পুলিশ। এর মধ্যে বালিগঞ্জ থানার মামলাটিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত।

Advertisement

[আরও পড়ুন: ‘রাজনাথ সিংয়ের দল নেই, অমিত শাহেরও পার্টি নেই’, পরিবারতন্ত্র কী, সংসদে বোঝালেন মোদি]

এই মামলার ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। আদালত সূত্রে খবর, ছটির মধ্যে ইতিমধ্যে ৫টি মামলায় চার্জশিট জমা দিয়েছে রাজ্য। রাজ্যের বক্তব্য ছিল, অধিকাংশ মামলাতে ইতিমধ্যে তদন্ত শেষ হয়েছে এবং চার্জশিট পেশ হয়ে গিয়েছে। একটিমাত্র মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া বাকি আছে। এই অবস্থায় সিবিআই তদন্তের আরজির কোনও মানে নেই। ইডির বক্তব্য, মোট ১০ হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। এর মধ্যে দুই হাজার কোটি টাকা বাংলাদেশে পাচার হয়েছে। মন্ত্রী সমেত বহু প্রভাবশালীরা জড়িত। গোটা ব্যাপারটা উদঘাটনে সিবিআই তদন্ত চাই। দুপক্ষের শুনানি শেষে হাই কোর্ট সামগ্রিকভাবে সিবিআই সেই মামলার উপর কোনও স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে।

Advertisement

[আরও পড়ুন: ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয়, WTC পয়েন্ট তালিকায় কত নম্বরে উঠল ভারত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ