BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

মমতার ধরনামঞ্চে তৃণমূলে যোগ তরুণ কুমারের নাতি সৌরভের

Published by: Tiyasha Sarkar |    Posted: March 30, 2023 1:14 pm|    Updated: March 30, 2023 1:29 pm

Sourav Chatterjee, Grandson of Tarun Kumar joins TMC | Sangbad Pratidin

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রেড রোডে ধরনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই তৃণমূলে যোগ দিলেন তরুণ কুমারের নাতি তথা অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। যোগদানের পর মমতা বললেন,  “উত্তম কুমারের পরিবারের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক।” তৃণমূল পরিবারের সদস্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানালেন সৌরভ। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টা নাগাদ রেড রোডে পৌঁছন তরুণ কুমারের নাতি তথা অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। মঞ্চে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দোলা সেন, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা-সহ অন্যান্যরা। তাঁদের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন সৌরভ। অভিনেতার যোগদানের পর উত্তম কুমারের পরিবারের সঙ্গে তাঁদের সম্পর্কের কথা তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “তরুণ কুমার আমার বাবার বন্ধু ছিলেন। উত্তম কুমারের পরিবারের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। এই পরিবার বাংলার সম্মানীয় পরিবার।” সেই সঙ্গে উত্তম কুমারের মরদেহ রবীন্দ্রসদনে রাখতে না পারার প্রসঙ্গও তুললেন তিনি। বললেন, “উত্তম কুমারের মরদেহ রবীন্দ্রসদনে রাখতে দেওয়া হয়নি। এগুলো মানবিকতা নয়, সংস্কৃতি নয়। আমরা সম্পর্কগুলো বজায় রাখি। এগুলোই আমাদের সম্পদ।”

[আরও পড়ুন: মদন মিত্রের ‘ছায়াসঙ্গী’র নির্মীয়মাণ আবাসন থেকে উদ্ধার তাজা বোমা, তুঙ্গে শাসক-বিরোধী তরজা]

যোগদানের পর তৃণমূল নেত্রীকে প্রণাম জানান অভিনেতা।  বলেন, “ওনাকে ধন্যবাদ জানানোর দৃষ্টতা আমার নেই। উনি দলে আমাকে স্থান দিলেই তাই ওনাকে প্রণাম।” কিন্তু কেন তৃণমূলে যোগ? সৌরভের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে দেখেছেন, যেভাবে বাংলার কথা ভেবেছেন, যা অন্য কারও পক্ষে সম্ভব নয়।”

[আরও পড়ুন: গতির ট্রেনেই নজর রেলের, বন্দে ভারত রক্ষণাবেক্ষণে অত্যাধুনিক ডিপো হাওড়ায়]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে