Advertisement
Advertisement

Breaking News

Tapas Roy

মমতার চেয়ে ১০-১২ বছরের বড়, এবার সুদীপকে বয়সের খোঁটা তাপস রায়ের

এদিকে নবীন-প্রবীণ দ্বন্দ্বের জল্পনার মধ্যেই সোশাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ পোস্ট করছেন তৃণমূল যুব নেতাদের একাংশ।

TMC leaders Tapas Roy and Sudip Banerjee hurls abuses to each other | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 2, 2024 9:18 pm
  • Updated:January 2, 2024 9:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের অন্দরে নবীন এবং প্রবীণদের দ্বন্দ্ব নিয়ে যে জল্পনা ছড়িয়েছে, সেই জল্পনায় নয়া মাত্রা যোগ করলেন দলের বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায়। উত্তর কলকাতার সাংসদ তথা জেলা সভাপতি সুদীপ বন্দ্যপাধায়্যকে একহাত নিলেন তাপস। রীতিমতো বয়স তুলে প্রবীণ নেতাকে খোঁচা দিয়েছেন বরানগরের বিধায়ক। যদিও তাপস রায় নিজেও দলের পুরাতন নেতাদেরই একজন।

সোমবার অর্থাৎ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সুদীপ (Sudip Banerjee) একটি বেফাঁস মন্তব্য করেন। বর্ষীয়ান সাংসদ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে জাতীয় রাজনীতিতে তৃণমূল ছাগলের তৃতীয় সন্তান হয়ে থেকে যেত। যার তীব্র প্রতিক্রিয়া আসে কুণাল ঘোষের (Kunal Ghosh) তরফে। তিনি পালটা বলেন, “কিছু নেতা অতিরিক্ত আনুগত্য দেখাতে গিয়ে দলে বিভ্রান্তি তৈরি করছেন। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আন্দোলনের ঝাঁজ কতটা ছিল সেটা সুদীপবাবু নিজেও দেখেছেন।” এদিন সেই প্রসঙ্গ তুলে তাপস রায় সুর আরও চড়ালেন। তিনি কটাক্ষের সুরে বললেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সর্বভারতীয় স্তরের একজন অত বড় নেতা থাকতে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হবে কেন!”

Advertisement

[আরও পড়ুন: তৃণমূল ছাড়ছেন রাজন্যা! এবার কোন ভূমিকায় দেখা যাবে ছাত্রনেত্রীকে?]

উত্তর কলকাতার সাংসদের সাংগঠনিক দক্ষতা এবং বয়স দুই নিয়েই এদিন কটাক্ষ করেছেন তাপস। আগের বক্তব্যের সঙ্গে তাঁর সংযোজন,”মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না থাকলে মানে কী! বালাই ষাট। সুদীপ বন্দ্যোপাধ্যায় এ কথা মুখে আনছেন কী করে! উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে দশ বারো বছরের বড়।” তাপসের সাফ কথা, সুদীপ মাঠে ময়দানে রাজনীতি করার লোক নন। কোনওদিনই মাঠে নেমে সংগঠন করেননি।

Advertisement

[আরও পড়ুন: সরকারি চাকরি না পাওয়ায় হতাশা! মানসিক অবসাদে আত্মঘাতী বধূ]

এদিকে নবীন-প্রবীণ দ্বন্দ্বের জল্পনা আরও উসকে দিয়েছে কিছু তৃণমূল যুব নেতার পোস্ট। মঙ্গলবার সোশাল মিডিয়ায় তৃণমূলের নবীন প্রজন্মের নেতা-নেত্রীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন, ‘সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব’। যদিও এ নিয়ে এদিন মন্তব্য করতে রাজি হননি দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলছেন,”কে কী পোস্ট করেছে সেটা আমি বলতে পারব না। কিন্তু তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এগিয়ে যাবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ