Advertisement
Advertisement
Mamata Banerjee

হেলিকপ্টারের জরুরি অবতরণে পা-কোমরে চোট মুখ্যমন্ত্রীর, ফোনে খোঁজ নিলেন রাজ্যপাল

কলকাতায় এসেই এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মমতা। চোট কতখানি গুরুতর, তার পরীক্ষা হবে।

WB Governor calls Mamata Banerjee to ask about her health | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:June 27, 2023 4:38 pm
  • Updated:June 27, 2023 5:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলপাইগুড়ি থেকে বাগডোগরায় ফেরার সময় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। পায়ে ও কোমরে চোট লাগে তাঁর। এবার ফোন করে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

পঞ্চায়েত ভোটপ্রচারে মঙ্গলবার জলপাইগুড়ি পৌঁছে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। ক্রান্তিতে ছিল জনসভা। সেখান থেকে বাগডোগরা হয়ে কলকাতা ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার বাগডোগরা পৌঁছনোর আগেই দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) হেলিকপ্টারকে। আচমকা জোরে জোরে নড়তে শুরু করে হেলিকপ্টারটি। যার জেরে পা ও কোমরে চোট পান মমতা।

Advertisement

[আরও পড়ুন: ঠাকুরবাড়িতে ঢুকতে অ্যাপয়েন্টমেন্ট লাগে? শুভেন্দু-শান্তনুকে তোপ অভিষেকের]

Mamata1
এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে দিক বদল করেন হেলিকপ্টারের পাইলট। এরপর সেবকের এয়ার বেসে জরুরি অবতরণ করা হয়। সাধারণত কোনও এয়ার বেসে জরুরি অবতরণের সময় কর্তৃপক্ষের থেকে আলাদা করে অনুমতি নিতে হয়। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয়, যে আর অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করেননি পাইলট। সেবক থেকে বাগডোগরা হয়ে কলকাতায় ফিরে নিজের গাড়িতেই এসএসকেএম হাসপাতালের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। যদিও তাঁর জন্য বিমানবন্দরের বাইরে অ্যাম্বুল্যান্স রাখা হয়েছিল। তবে মমতাকে নিজের গাড়ির সামনের সিটে গিয়েই বসতে দেখা যায়। এসএসকেএম হাসপাতালে পৌঁছেও হুইলচেয়ার নেননি তিনি। নিজের পায়ে হেঁটেই ভিতরে যান। যদিও তাঁকে খোঁড়াতে দেখা যায়। তাঁর চোট কতখানি গুরুতর, তা পরীক্ষা করতে দেখা হবে।

Advertisement

মমতার হেলিকপ্টার দুর্যোগের কবলে পড়ার খবর কানে যেতেই ফোন করে খোঁজখবর নেন রাজ্যপাল। রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে মতানৈক্য থাকলেও তাঁর শারীরিক পরিস্থিতির খবর নিতে ভোলেননি সিভি আনন্দ বোস। এদিকে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন: বারো সেকেন্ডের দুর্ধর্ষ ডাকাতি, ৫ ডাকাতকে ধরতে ১৬০০ জনকে হেফাজতে নিল দিল্লি পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ