আমির খানের হবু জামাই নূপুর শিকারে। যাঁর পুরনো নগ্ন ফটোশুটের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।
সেপ্টেম্বর মাসেই সিনেমার কায়দায় হাঁটু গেড়ে বসে আমিরকন্যা ইরাকে প্রোপোজ করেছিলেন নূপুর। শুক্রবার সারেন বাগদান।
ছোটবেলা থেকেই খেলাধুলোয় আগ্রহী নূপুর। ভাল টেনিস খেলতেন। টেনিস খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন। তবে হয়ে গেলেন ফিটনেস ট্রেনার।
মুম্বইয়ে ফিটনেস ট্রেনার হিসেবে বেশ নাম রয়েছে নূপুরের। বিশেষ করে তারকামহলে। সুস্মিতা সেনের মতো অনেক তারকাকেই প্রশিক্ষণ দিয়েছেন তিনি।
রণবীর সিংয়ের অনেক আগেই ক্যামেরার সামনে নগ্ন হয়েছিলেন তিনি। খোলা আকাশের নিচে এই ছবিগুলি তিনি ২০১৯ সালে তুলেছিলেন বলেই খবর।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.