Advertisement
Advertisement
Belashuru Mishti

অভিনব প্রচার! ‘বেলাশুরু’ সিনেমার নামে তৈরি মিষ্টি, চেখে দেখলেন কলাকুশলীরা

সিনেমার প্রচারের জন্যই এই মিষ্টি উদ্যোগ।

সিনেমার নামে মিষ্টি। ২০ মে সিনেমা হলে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় 'বেলাশুরু'। সিনেমার নামেই নতুন মিষ্টি লঞ্চ করল 'বাঞ্ছারাম'।

প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত 'বেলাশুরু'র মুখ্য চরিত্র। সিনেমার প্রচারের জন্যই এই মিষ্টি উদ্যোগ।

প্রযোজক-পরিচালক জুটির পাশাপাশি মিষ্টি লঞ্চের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রাণী দত্ত, মনামী ঘোষ, ইমন চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অনুপম রায়।

ছবির সুর সাজিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং অনুপম রায়। তাঁরাও উপভোগ করলেন মিষ্টি স্বাদ।

সন্দেশের উপরে লেখা 'বেলাশুরু'। এই উদ্যোগকে স্বাগত জানায় ছবির টিম। ছবির মুক্তির পরও এই স্মৃতি থেকে যাবে বলেই মত শিবপ্রসাদের।