দুরন্ত জয় দিয়ে কাতারে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। দুনিয়ার বাকি ভক্তদের মতোই এহেন জয়ে উচ্ছ্বসিত এই ব্রাজিলীয় মডেলও। নেইমাররা চ্যাম্পিয়ন হলে 'স্পেশ্যাল' উপহার দেওয়ার কথাও ঘোষণা করেছেন আনন্দে আত্মহারা এই সুন্দরী।
ব্রাজিলীয় এই মডেলের নাম মায়রা লোপেস। ৩৫ বছরের মায়রা একাই বড় করছেন নিজের সন্তানকে। ফুটবল নিয়েও তাঁর উৎসাহ একেবারে মাত্রাছাড়া। আর সেই উত্তেজনার বশেই বড়সড় প্রতিজ্ঞা করে বসলেন তিনি। জানিয়ে দিলেন ব্রাজিল বিশ্বজয়ী হলে তিনি ক্যামেরার সামনে নগ্ন হবেন!
মায়রা জানিয়েছেন, শুধু ফটোশুটই করবেন না, নিজের নগ্ন ছবি তুলে তা বিনামূল্যে বিলি করবেন ফুটবল সমর্থকদের মধ্যে। ‘অনলি ফ্যান’ নামের একটি ওয়েবসাইটে নিজের নগ্ন ছবি বিলি করার ভাবনাচিন্তা করছেন তিনি।
অনলাইনে নিজের ছবি কিংবা ভিডিয়ো বিক্রি করার ওয়েবসাইট হল ‘অনলি ফ্যান’। সেখানেই নিখরচায় সাবস্ক্রিপশনের ব্যবস্থা করে দেবেন মায়রা।
কোন সমর্থকরা পাবেন ব্রাজিলীয় মডেলের নগ্ন ছবি? মায়রা জানাচ্ছেন, ওই ওয়েবসাইটটিতে প্রথম এক হাজার জনকে তিনি বিনামূল্যে সাবস্ক্রিপশনের ব্যবস্থা করিয়ে দেবেন। তাঁরাই পেয়ে যাবেন নগ্ন ছবি। তার মধ্যে অবশ্যই থাকবে ইংল্যান্ড সমর্থকরাও।
মায়রার দাবি, ব্রাজিল আরও একবার চ্যাম্পিয়ন হলে অন্য দলের সমর্থকদের মনখারাপ হবে। তাঁদের উৎসাহ দিতেই নগ্ন ছবি বিলি করার পরিকল্পনা তাঁর।
নগ্ন ছবি বিলি করে একইসঙ্গে অভিনব কায়দায় ব্রাজিলের সাফল্যও উদ্যাপন করা যাবে। মনে করছেন 'সিঙ্গল মাদার' মায়রা।
বিশ্বকাপ নিয়ে ব্রাজিলে ঠিক কীরকম পাগলামো হয়, তাও তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন। বলেছেন, বিশ্বকাপ প্রত্যেক ব্রাজিলীয়র কাছে খুব গুরুত্বপূর্ণ। এখানে যাঁরা চাকরি করেন, টুর্নামেন্ট চলাকালীন তাঁরা কাজ ফেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যান।
প্রথম ম্যাচে নেইমাররা যা পারফর্ম করেছেন, তাতে মায়রার বিশ্বাস, এবার কাপ ঘরে তুলবে ব্রাজিলই।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.