Advertisement
Advertisement
Nataša Stanković

মেজাজেই উষ্ণতা! বিকিনিতে যেন লাস্যময়ী জলকন্যা হার্দিকপত্নী নাতাশা

সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক ছবি।

মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। তার পর বলিউডে সুযোগ। এখন হার্দিক পাণ্ডিয়ার ঘরনি নাতাশা স্ট্যানকোভিচ।

মেজাজটাই আসল। তাই সোশাল মিডিয়ায় বেশ উষ্ণ মেজাজে ছবি পোস্ট করেন নাতাশা। বিকিনিতে যেন লাস্যময়ী জলকন্যা তিনি।

সার্বিয়ায় জন্ম নাতাশার। ২০১২ সালে তিনি ভারতে আসেন। বিজ্ঞাপনের মডেল হিসেবে মুম্বইয়ের গ্ল্যামার জগতে শুরু করেন সফর।

সিনেমার জগতে নাতাশার সফর শুরু হয় প্রকাশ ঝা পরিচালিত 'সত্যাগ্রহ' সিনেমার মাধ্যমে। ছবিতে তিনি নেচেছিলেন আইটেম গানে।

তারপর 'অ্যাকশন জ্যাকসন', 'ফ্রাইডে', 'জিরো'র মতো একাধিক ছবিতে কাজ করেছেন নাতাশা।

২০২০ সালের এপ্রিল মাসে হার্দিকের সঙ্গে নাতাশার বাগদান সম্পন্ন হয়। সে বছরেরই জুলাই মাসে তাঁদের সন্তান অগস্ত্যর জন্ম হয়।

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে নাতাশার সঙ্গে গাঁটছড়া বাঁধেন হার্দিক। রাজস্থানে হয়েছিল এই রাজকীয় বিয়ে।