কেরিয়ারের প্রথম গ্র্যামি পুরস্কার পেলেন পপ তারকা মাইলি সাইরাস। তাঁর এই পোশাক নাকি ১৪ হাজার সেফটিপিন দিয়ে তৈরি।
সেরা অ্যালবামের গ্র্যামি পেয়েছেন টেলর সুইফট। থাই স্লিট গাউনে তাঁর রূপের দ্যুতি অনুরাগীদের মন্ত্রমুগ্ধ করে দিয়েছে।
র্যাপার ডোজা ক্যাট নজর কাড়লেন ন্যুড গাউনে। তাঁর স্বচ্ছ পোশাকে টেম্পোরারি ট্যাটুও ছিল।
ডুয়া লিপার রুপোলি গাউনের ঝলকানি যেন পাপারাজ্জির ক্যামেরার ফ্ল্যাশবাল্বের থেকেও বেশি ছিল। তাতেই উন্মুক্ত বক্ষবিভাজিকা।
অ্যাওয়ার্ড না পেলেও রেড কার্পেটে বোল্ড মেজাজে দেখা যায় ক্লোই বেইলিকে। ভিনটেজ টাচও ছিল তাঁর পোশাক ও সাজসজ্জায়।
ব্ল্যাক অ্যান্ড বোল্ড, একথা প্যারিস জ্যাকসনের ক্ষেত্রে বলাই যায়। অফশোল্ডার ড্রেসে যেন গ্র্যামির রেড কার্পেটে আগুন ধরালেন হলিউড সুন্দরী।
আফ্রিকান বিউটি আইরা স্টার নজর কাড়লেন নীল পোশাকে। গ্র্যামির মনোনয়ন পাওয়া সবচেয়ে কম বয়সী নাইজেরিয়ান তিনি।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.