Advertisement
Advertisement

Breaking News

Celebs at Rath

কেউ দিলেন রশিতে টান, কেউ ছবি পোস্ট করেই সারলেন প্রার্থনা, দেখুন তারকাদের রথ উদযাপন

অমিতাভ বচ্চনও জগন্নাথ, সুভদ্রা, বলরামের ছবি শেয়ার করেছেন।

রথের দিনে 'ওঁ' লিখে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই ছবিটি পোস্ট করেছেন বিগ বি অমিতাভ বচ্চন।

'রথযাত্রার শুভেচ্ছা জানাই সকলকে', ছবি পোস্ট করে লিখেছেন 'মিস্টার ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

রথের এই পবিত্র দিনে সকলের জীবনে যেন সুখ, শান্তি বজায় থাকে। শরীর যেন সুস্থ থাকে। এই কামনা করা হয়েছে দেবের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে

এই দিনটা যেন সকলের আনন্দ ও খুশিতে কাটে এবং ভাল ভাল মুহূর্ত তৈরি হয়। প্রার্থনা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রথযাত্রায় যোগ দিয়েছিলেন মিমি চক্রবর্তী। সেখানে আবার ডোনা গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। সেই ছবি আপলোড করেছেন অভিনেত্রী-সাংসদ।

জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহের সামনে দাঁড়িয়ে রথের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত জাহান ও তাঁর প্রেমিক যশ দাশগুপ্ত।

পুজোর আয়োজন করেছিলেন ইমন চক্রবর্তী। সকলকে রথ উৎসবের শুভেচ্ছা জানান তিনি।