Advertisement
Advertisement

Breaking News

Rakul Preet Singh

গড়িয়ে পড়ে যাচ্ছে আইসক্রিম, চেটে সাফ করলেন রকুলপ্রীত! দেখুন ছবি

আইসক্রিম অভিনেত্রীর অত্যন্ত পছন্দের।

আইসক্রিম বেজায় পছন্দ রকুলপ্রীত সিংয়ের। একটি ফোঁটাও নষ্ট হতে দেন না। একেবারে চেটেপুটে সাফ করে দেন।

অভিনেত্রীর আইসক্রিম প্রেমের প্রমাণ এই ছবিগুলি। যার ক্যাপশনে তিনি লিখেছেন, "আই স্ক্রিম ইউ স্ক্রিম।"

এমনিতে ডায়েটের কড়া শাসন থাকে। তবে আইসক্রিম গড়িয়ে পড়ে যাচ্ছে দেখলে এভাবেই ডায়েট ভুলে যান রকুলপ্রীত।

গত কয়েকদিন ধরে বেশ ভাল মুডে রয়েছেন রকুলপ্রীত। কারণ মলদ্বীপে ছুটি কাটাচ্ছিলেন তিনি।

ঝলমলে রোদে লাল বিকিনি পরে সমুদ্রের নোনা জলে নেমে পড়েছিলেন অভিনেত্রী।

একদিন আবার নিয়ন গ্রিন বিকিনিতেও সৈকতে দেখা গিয়েছে রকুলপ্রীতকে। হাসিমুখেই পোজ দিয়েছেন ক্যামেরার সামনে।