খুশির ইদে অনুরাগীদের নিরাশ করেননি বলিউড বাদশা শাহরুখ খান। মন্নতের ছাদে চেনা মেজাজে দেখা যায় তাঁকে।
মন্নতের ছাদ থেকেই অনুরাগীদের সঙ্গে সেলফি তোলেন শাহরুখ। ছবি পোস্ট করে সকলকে ইদের শুভেচ্ছা জানান।
শোনা গিয়েছিল, বোন অর্পিতার বাড়িতে ইদ উদযাপন করবেন সলমন খান। কিন্তু নিজের বাড়ি 'জলসা'র বারান্দা থেকেই অনুরাগীদের শুভেচ্ছা জানান ভাইজান।
অনুরাগীদের দেখে বেশ খুশি হয়েছিলেন সলমন। হাতের ইশারায় প্রত্যেককে ইদের শুভেচ্ছা জানান।
পরিবারের সঙ্গে ইদ উদযাপন করেছেন সঞ্জয় দত্ত। ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সোহা আলি খান, কুনাল খেমু, সইফ আলি খানের বোন সাবার সঙ্গে ইদ পালন করেন করিনা কাপুর। সঙ্গে ছিল বাড়ির খুদে সদস্যরাও।
মা, বাবা ও ভাই সাকিব সালিমের সঙ্গেই ইদের দিনটা কাটিয়েছেন হুমা কুরেশি। সুন্দর পোশাকে সেজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সকলে।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.